Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

টুইটারের নতুন CEO পরাগ অগরওয়াল কে! শ্রেয়া ঘোষালের সাথে কি সম্পর্ক? ফাঁস হলো পুরনো টুইটে

বিরাট পরিবর্তন এসেছে টুইটারের পরিচলন কমিটিতে। বর্তমানে টুইটারের (Twitter) সিইও পদে অভিষিক্ত হয়েছেন পরাগ অগরওয়াল (Parag Agrawal) নামে এক ভারতীয় বংশোদ্ভুত। টুইটারের মত জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এর চিফ এগজিকিউটিভ অফিসারের (সিইও) পদে সদ্য দায়িত্ত্ব পাওয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ (আইআইটি) বম্বের এই প্রাক্তনীর বিষয়ে অনেকই কৌতোহুলী।

টুইটারের নতুন সিইও (CEO) ভারতীয় বংশদ্ভুত পরাগ আগরওয়াল এর বিষয়ে অনেকেই জানেন না। এমনকী টুইটার ব্যতীত আরো নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এনাকে ঘিরে চলছে বিস্তর আলোচনা। কে তিনি? তার ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে দেখা যায় ২০০৬ সালের জুন মাসে মাইক্রোসফ্টে যোগ দিয়েছিলেন পরাগ। তবে বেশিদিন সেখানে কাজ তিনি করেননি। এরপর চাকরি করেছেন ইয়াহু তেও। তবে সেখানেও বেশিদিন চাকরি করেননি। অবশেষে ২০১১ সালের অক্টোবর মাসে যোগ দেন টুইটারে। সেখানেই আছেন তারপর থেকে। ২০১৭ সালে টুইটারের চিফ টেকনোলজি অফিসার পদে নিযুক্ত হন পরাগ। সেই সময় টুইটারের প্রযুক্তিগত দায়িত্বভার এসে বর্তায় তার উপর। সেই কাজ সফলতার সাথে পরিচালনা করে এবার বসলেন সরাসরি নতুন চিফ এগজিকিউটিভ অফিসারের পদে।

কিন্তু সোশ্যাল মিডিয়ার এই পরাগ আগরওয়াল এর দু’টি পুরনো টুইট ঘিরে শুরু জল্পনা। প্রায় ১০ বছর আগে বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষালের উদ্দেশে তিনি লিখেছিলেন টুইটারে। প্রথম টুইট ২০১০ সালে শ্রেয়া ঘোষাল কে মেনশন করে লেখা ছিল, ‘নিউজিল্যান্ড। এক না (একা) নয়।’ সাথে হাসির ইমোজি। ২০১১ সালে আরও এক টুইটে শ্রেয়ার উদ্দেশে তিনি লেখেন, ‘লং ড্রাইভে বড্ড মনে পরে তোমার কথা’। কোনো টুইটের উত্তর দেননি শ্রেয়া। এই দুই টুইট সামনে আসতেই পরাগকে নিয়ে নানারকম চর্চা শুরু হয়েছে। নেটিজন দের কৌতুহল? তিনি কি শ্রেয়া ঘোষালের ভক্ত নাকি উত্ত্যক্ত করছিলেন তাকে। কিন্তু শ্রেয়ার পুরোনো এক টুইট সব কিছুর স্পষ্ট উত্তর দেয়।

২০১০ সালের মে মাসে টুইটার সিইও এর জন্মদিনের শ্রেয়া একটি টুইট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ‘সবাই শোনো!! ছোটবেলার এক বন্ধুকে খুঁজে পেয়েছি।’ এখানেই থেমে থাকেননি শ্রেয়া নিজের ছোটবেলার বন্ধুর বিষয়ে জানিয়ে ভক্তদের অনুরোধ করেন, তারা যেন পরাগকে ফলো করে। শ্রেয়া তার টুইট এ লিখেছিলেন, ‘ও খেতে ভালোবাসে, ভ্রমণপ্রিয়… স্ট্যানফোর্ড (বিশ্ববিদ্যালয়)-এ শিক্ষিত। ওকে ফলো করুন। কাল ওর জন্মদিন ছিল। ওকে উইশ করুন।’

এরপর পরাগ আগারওয়াল টুইটারের সিইও পদে অভিষিক্ত হওয়ার পরও শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়া।

Related posts

দিল্লী পুলিশের নজরে নোরা ও জ্যাকলিন! পর পর দুদিন জেরার পর যে তথ্য সামনে এলো

News Desk

সমুদ্র সৈকতে অর্ধনগ্ন তরুণীর নিথর দেহ! পুলিশ এসে কাছ থেকে দেহ দেখতেই হতবাক সকলে

News Desk

‘আমি ডাইনি নই, এসপি সাহেব’ মৃত্যু বা সঠিক বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ মহিলা

News Desk