Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মৃত স্বামীরই পুনর্জন্ম হয়েছে গরু রূপে! স্থির বিশ্বাস থেকে আপন করে নিলেন স্ত্রী

পুনর্জন্ম আছে কিনা জানা নেই, তবে এই মহিলার স্থির বিশ্বাস পুনর্জন্ম হয়েছে তার স্বামীর। আর সে তার কাছে ফিরে এসেছে গরুর রূপে। আর সে তাকে চিনে ফেলেছে তার আদর করার ভঙ্গিমা থেকেই।

‘স্ত্রী’র নাম খিম হাং। দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ার এই মহিলার বয়স ৭৪ বছর। এই বয়সেও প্রেম ও রোম্যান্টিক অনুভূতিতে ভরপুর তিনি। তিনি যাকে স্বামী হিসেবে নিমেষে চিনে নিয়েছেন, তিনি কিন্তু মানুষ নন, এক আস্ত গরু। যে গরুর আচরণ দেখে খিমের তাকে নিজের প্রয়াত স্বামী হিসেবে চিনে নিতে বিন্দুমাত্র ভুল হয়নি।  

খিমের বয়ান এরকম– ‘গরুটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দিল। তারপর আমাকে আদর করে সিঁড়ি দিয়ে আমার পিছনে নামল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তার পর থেকেই আমার মনে হচ্ছে, আমার মৃত স্বামীই গরু হয়ে আমার কাছে ফিরে এসেছেন।’



খিমের স্বামী মারা গিয়েছেন গত বছর। এর মধ্যে একদিন একটি বাছুর খিমের মুখের কাছে মুখ এনে খিমকে ‘আদর করে’ (যে আদরকে প্রকারান্তরে ‘চুমু’) বলে দাবি খিমের। তারপর থেকেই খিমের কেন যেন মনে হচ্ছে, এই গরুই তাঁর মৃত স্বামী। তাঁর স্বামীরই পুনর্জন্ম হয়েছে গরুরূপে। তা মনে হওয়ায় আর দেরি করেননি তিনি। সটান বিয়েও করে নিয়েছেন গরুকে। গ্রামবাসীরাও উপস্থিত হয়েছিলেন খিমের সঙ্গে গরুর ওই বিয়েতে।

গরুটিকে বিয়ে করে নিজের ঘরেই তাকে রেখেছেন খিম। নিয়মিত স্নান করানো, খেতে দেওয়ার পাশাপাশি সব রকমের যত্ন নিচ্ছেন তিনি গরুটির। আরাম করে ঘুমানোর জন্য গরু-স্বামীর জন্য বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন!

Related posts

নতুন সপ্তাহে চোখ রাঙাচ্ছে করোনা! পরপর দুদিন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেল সংক্রমণ

News Desk

ওমিক্রনে আক্রান্ত কিনা? বুঝতে খেয়াল রাখুন ত্বকের দিকে! এই সমস্ত উপসর্গ দেখা মাত্রই সাবধান হোন

News Desk

সন্তান হচ্ছে না তাই ভাসুরের সাথে যৌনতায় বাধ্য করা হল বধূকে! সায় দিল জা আর স্বামী

News Desk