Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ধর্মান্তকরণের জন্য চাপ! রাজি না হওয়ায় স্বামীকে প্রহার স্ত্রীর

টোপ ৫০ হাজার টাকা ধর্মান্তকরণের জন্য । তাতেও রাজি না হওয়ায় এক ব্যক্তিকে ব্যাপক মারধর করা হল । তাৎপর্যপূর্ণ বিযয় হল, নির্যাতিতর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগের তির । মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটনাটি ঘটেছে । জনৈক প্রকাশ নাগেলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ, কোনও এক গোষ্ঠীর পক্ষ থেকে স্কুটার উপহার দেওয়া হয় তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের। ধর্মান্তকরণ তারপরই করে তারা।

এরপর থেকে তাঁকে ক্রমাগত ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ বছর ৩৬-এর ওই ব্যক্তির। তাঁর আরও অভিযোগ, গত ফেব্রুয়ারি মাস থেকে অনুপম ব্রাদার নামে এক ব্যক্তি ধর্মান্তকরণের জন্য তাঁকে চাপ দিচ্ছিল। নিমরাজি হওয়ায় প্রকাশকে টোপও দেওয়া হয় । তিনি তাতেও রাজি হননি ।

এরপর তাঁর স্ত্রী আসরে নামে। সে ধর্মান্তকরণ করলে স্বামীকে ৫০ হাজার টাকা দেওয়ার টোপ দেয়। তাতেও ওই ব্যক্তি সিদ্ধান্তে অটল ছিলেন । এতেই প্রকাশের স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠে ।  স্বামীর উপর বাপেরবাড়ির লোকদের সঙ্গে নিয়ে চড়াও হয়। তাঁকে ব্যাপক মারধর করা হয় । পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রকাশের ধর্মীয় গ্রন্থগুলি ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে । 

অভিযোগ পাওয়ার পর পুলিশ নড়েচড়ে বসেছে । দ্বারকাপুরী থানার পুলিশ আধিকারিক সতীশ দ্বিবেদী জানিয়েছেন, ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে প্রকাশের স্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে । অভিযুক্তদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, অপরাধমূলক হামলা, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবাগে আঘাত হানা শীর্ষক ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, দেশের মধ্যে ধর্মান্তকরণ বিরোধী আইন প্রনয়ণ হয় , দ্বিতীয় রাজ্যে হিসেবে মধ্যপ্রদেশেই ।

Related posts

বিয়ে করতে এসে জেলে পৌঁছলেন যুবক! ধরিয়ে দিল পাত্রের বাবা-মা ই! কেন জানেন

News Desk

প্রেমিকের সাথে ঘর করার বাসনায় নন্দীগ্রামে শিশুকন্যাকে রাস্তায় ফেলে পালিয়ে গেল মা!

News Desk

অন্ধকারে কৃত্রিম লিঙ্গ ব্যবহার করে যৌন সঙ্গম! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তিন মহিলা

News Desk