Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যোগ্যতা অনুযায়ী মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত রাজ্য সরকারের স্কলারশিপ! কীভাবে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনেক গুলি যোজনার মধ্যে অন্যতম বৃত্তি মূলক যোজনা বিকাশ ভবন স্কলারশিপ, যার আবার অন্য এক নাম আছে তা হল ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’ বা মেরিট কাম মিনস স্কলারশিপ। সম্প্রতি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পাশ করা ছাত্রছাত্রী আছে যারা পরবর্তীতে উচ্চশিক্ষার দিকে যেতে চান , তারাই যোগ্য এই স্কলারশিপে। প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন এই রাজ্য সরকারি যোজনা থেকে।

স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

এই স্কলারশিপে যে সকল ছাত্র-ছাত্রী আবেদন করবেন উচ্চমাধ্যমিকে তারা যদি ভর্তি হতে চান তাহলে ন্যুনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে তাদের মাধ্যমিকে। স্নাতক স্তরে (অনার্স, নার্সিং, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা) যদি আবেদনকারী ভর্তি হতে চান তাহলে উচ্চমাধ্যমিকে ন্যুনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে তাদের। কেউ স্নাতকোত্তরে (Post Graduation) যদি ভর্তি হতে চান তাহলে তাকে ৫৩ শতাংশ নম্বর স্নাতক স্তরে পেতে হবে। অন্যদিকে পলিটেকনিকে কেউ যদি ভর্তি হতে চান তাহলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে তাকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

এছাড়াও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে। পাশাপাশি আড়াই লক্ষ টাকার কম হতে হবে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয়। এবং নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ অথবা কোনও সরকারি স্কলারশিপের জন্য আবেদন করেছেন যেসব ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

আবেদন পদ্ধতি

সরাসরি অনলাইনে রাজ্য সরকারের এই স্কলারশিপের আবেদন করা যায়। www.svmcm.ebhed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য। প্রত্যেক প্রার্থীকে এই সাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীকে বর্তমান কোর্সের নিরিখে ‘ডিরেক্টরেট (Directorate)’ নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশনের সময়। এরপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে। অ্যাপ্লিকেশন আইডি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পাওয়া যাবে। এরপর স্কলারশিপের জন্য এই আইডি দিয়ে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথী, আবেদনের শেষ তারিখ

প্রার্থীকে এই স্কলারশিপের জন্য আবেদন করার সময় যে সমস্ত নথীর প্রতিলিপির ছবি আপলোড করতে হবে সেগুলি হল – মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্মের শংসাপত্র, শেষ পরীক্ষার রেজাল্ট, শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড, নতুন কোর্সে ভর্তির রশিদ, পারিবারিক বাৎসরিক আয়ের শংসাপত্র, আবেদনকারীর ভোটার বা আধার বা রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবুক। পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে এই সমস্ত নথী স্ক্যান করে। এছাড়াও কোনওভাবেই ১ এমবির বেশি হওয়া চলবে না এই পিডিএফ ফাইলের আয়তন। বিকাশ ভবনের হেল্পলাইন নম্বর – ১৮০০১০২৮০১৪ বা ইমেল আইডি -helpdesk.svmcmeb@gov.in- এ মেল করা যেতে পারে আবেদনের সময় সমস্যা হলে।

অক্টোবর মাস থেকেই আবেদন নেওয়া শুরু হয়ে যায় রাজ্য সরকারের এই স্কলারশিপের। ২০২২ এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন চলবে। তবে এখনও পর্যন্ত এ বছর এই স্কলারশিপের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

Related posts

OYO হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল দেহ ব্যাবসা! পুলিশ অভিযান চালাতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

News Desk

‘এপসিলন’ নামক নয়া স্ট্রেন ধরা পড়লো পাকিস্তানে

News Desk

স্কুল চত্বরে আচমকাই ৫ম শ্রেনির ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরলো অপরিচিত যুবক! তারপর…

News Desk