Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

‘মেধাবী’ ছেলে ‘অশ্লীল’ চ্যাট করছে বন্ধুর সাথে! মায়ের নজরে পড়ায় নিখোঁজ স্কুলের ফার্স্ট বয়

পড়াশোনায় তুখোড় নিজের ছেলের বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপে অশ্লীল চ্যাট করছে। সেটি নজরে পড়ে যাওয়ায় রেগে গিয়ে স্কুলে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মা। তাই লজ্জার হাত থেকে বাঁচতে ও মায়ের বকুনির ভয়ে বাড়ি থেকে পালাল হুগলির চুঁচু়ড়া নিবাসী ছাত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ছেলের খোঁজে এখন পুলিশের দ্বারস্থ হয়েছেন মা। খবরটি প্রকাশিত হয়েছে এই সময় এ।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছাত্রটির নাম শুভদীপ দাস। সে হুগলি ব্রাঞ্চ স্কুলের নবম শ্রেণীর ছাত্র। শুক্রবার রাতে মায়ের ভয়েই সে একটি ব্যাগে নিজের কয়েকটি জামা ও জমানো ১২০০ টাকা নিয়ে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে গিয়েছে। তার খোঁজে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, স্কুলের ফার্স্ট বয় শুভদীপ পড়াশোনা নিয়েই থাকত। শুক্রবার বিকালে তার মোবাইলটি দেখছিলেন তার মা। সেই সময় হোয়াটসঅ্যাপে তার নজরে আসে কিছু আপত্তিকর চ্যাট। আর এটি চোখে পড়ায় ভয়ঙ্কর রেগে যান শুভদীপের মা রুবি দাস। সেই চ্যাটটি চলছিল শুভদীপ এবং তার এক সহপাঠীর মধ্যে। ছেলের গতিবিধি জানতে রুবিদেবী শুভদীপ সেজেই তার ওই সহপাঠীর মেসেজের উত্তর দেন। বেশ কিছুক্ষণ মেসেজে বিষয়টি খেয়াল করে শুভদীপের ওই সহপাঠীকে ফোন করে রীতিমতো ধমক দেন তার মা। শুভদীপ বাড়িতে ফিরলে বিষয়টি জানতে পেরে ভয় পেয়ে যায়। সন্তান বিপথগামী হয়ে যাচ্ছে এই দুর্ভাবনা থেকে রুবিদেবী সিদ্ধান্ত নেন ছেলের ওই সহপাঠীর বাড়িতে গিয়ে তার অভিভাবকদের কাছে সবটা জানানোর। শুভদীপের বাবা নির্মলবাবু সন্ধ্যায় কাজ থেকে ফিরলে তাঁকে সঙ্গে নিয়ে ছেলের ওই সহপাঠীর ঠিকানা জোগাড় করে চুঁচুড়া কাপাসডাঙ্গা এলাকায় তার বাড়িতে পৌঁছন তারা। আর এটা জানতে পেরেই শুভদীপ এমন সিদ্ধান্ত নিল।

রুবিদেবী জানান, তাঁরা যে শুভদীপের সহপাঠীর বাড়িতে তার অভিভাবকদের কাছে যাচ্ছেন, সেকথা শুভদীপ জানত। সে সেই সময় বাড়িতেই ছিল। তার এই হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ চলাচলের বিষয়টি তিনি স্কুলের শিক্ষকদের জানাবেন বলেও ছেলেকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরে রাত ৯টা নাগাদ কোয়ার্টারে ফিরে দেখেন, শুভদীপ ঘরে নেই। দোতলার ঘর তালাবন্ধ। দীর্ঘক্ষণ কেটে গেলেও শুভদীপ বাড়িতে ফিরে না আসায় তারা খোঁজ-খবর নিয়ে জানতে পারেন, রাত ৮টা নাগাদ স্কুলের ব্যাগ কাঁধে চুঁচুড়া বাসস্ট্যান্ডের দিকে শুভদীপকে হেঁটে যেতে দেখেছেন আশেপাশের কিছু লোকজন। সেই থেকে বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনের বাড়িতে খবর নিয়েও শুভদীপের কোনো খোঁজ মেলেনি। অবশেষে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন রুবিদেবী। কিন্তু পড়াশোনাই যার জগত সে কোথায় চলে যেতে পারে তা বুঝে উঠতে পারছেন না শুভদীপ এর বাবা মা।

Related posts

কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে যেতে মন চাইছে। এই দেশের সরকার সাহায্য করবে হারিয়ে যেতে চাইলে

News Desk

খোলামেলা পোশাকে ঘুরে বেড়িয়েছেন, তালিবান ফিরতেই দেশ ছেড়ে পালালেন আফগান পপ তারকা

News Desk

পৃথিবীর থেকে বড় গ্রহ খুঁজে পেলো নাসা, প্রচুর জল আছে, জীবনের অস্তিত্ব পাওয়া যাবে?

News Desk