Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আদিলক্ষ্মী থেকে ঐশ্বর্যলক্ষ্মী, জানুন লক্ষ্মীর ৮টি রূপের কোনটিকে পুজো করলে কি ফল মেলে

অনন্তকাল ধরে প্রতিটি হিন্দু সনাতনী গৃহস্থের ঘরে হয়ে চলেছে লক্ষ্মীপুজো। সনাতন ধর্ম অনুযায়ী মা লক্ষ্মীর ৮টি স্বরূপ রয়েছে এবং এই আটটি স্বরূপের পুজোর আলাদা আলাদা ফল প্রদান করে। এমনিতে গৃহস্থে শান্তি, সুখ, স্বস্তি , স্বাস্থ্য ও সম্পত্তি লাভে লক্ষ্মীর পুজো সর্বজনবিদিত। কিন্তু বিশেষ ফল লাভে লক্ষ্মীর বিশেষ স্বরূপের পুজো করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

১) আদিলক্ষ্মী:

আদিলক্ষ্মী চতুর্ভূজা দেবী। দেবীর চার হাতে রয়েছে পদ্ম, সাদা পতাকা, অভয় মুদ্রা ও বরদা মুদ্রা। আদিলক্ষ্মীর পরিচয় নারায়নের চালিকা শক্তি রূপে। মূলত এই লক্ষ্মীর রূপটি বিষ্ণুর স্ত্রী হিসাবেই পুজো পান। এই দেবীর অন্য নাম ইন্দিরা, শ্রী, শ্রীদেবী ইত্যাদি। কোথাও কোথাও আদিলক্ষ্মী রমা নামেও অভিহিত হয়।

২) বিজয় লক্ষ্মী:

লক্ষীর এই রূপ কোথাও কোথাও জয়ালক্ষ্মী হিসাবেও পরিচিত। লাল শাড়ি পরিহিত এই দেবীর আটটি হাত। হাতে রয়েছে ঢাল , তরোয়াল, শঙ্খ, চক্র ও পদ্ম। যুদ্ধে সাফল্য পাওয়ার আশিষ দিতে অভয় মুদ্রা লক্ষ্মীর হাতে। বিজয় লক্ষ্মীর পুজো করলে যে কোনও স্থানে জয় লাভ করা যায়। কারো জীবনে শত্রু সমস্যা থাকলে বিজয় লক্ষ্মীর পুজো করা উচিত।

৩) ধান্যলক্ষ্মী:

সংসারে যাতে খাদ্যের কোনো অভাব কখনো না হয়, সেই কারণে ধান্যলক্ষ্মীর পুজো করা হয়। এছাড়া চাষবাসের উন্নতির জন্যও ধান্যলক্ষ্মীর আরাধনা করা হয়। ধান্যলক্ষ্মীর মূর্তির যে রূপ তাতে দেবী সবুজ শাড়ি পরে। আট হাত বিশিষ্ট এই দেবী। গদা, পদ্ম, ধান , কলা, আখ রয়েছে নানা হাতে। সঙ্গে থাকে অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা।

৪) বীর লক্ষ্মী:

অকাল মৃত্যু যাতে না হয় তাই বীর লক্ষ্মীর পুজো করা হয়। লক্ষ্মীর এই রূপের আশীর্বাদে আত্মবিশ্বাস ও সাহস জন্ম নেয় বলে বিশ্বাস।

৫) বিদ্যালক্ষ্মী:

প্রথাগত বিদ্যার দেবী সরস্বতী হলেও জীবনে উত্থান ও বিদ্যাভের কারণে প্রয়োজন যে বিদ্যার সেই বিদ্যা লাভের উদ্দেশে পুজো পায় লক্ষ্মীর এই রূপ। দেবী লক্ষ্মীর এই রূপের সঙ্গে দেবী সরস্বতীর রূপের মিল রয়েছে। সাদা শাড়ি পরিহিতা দেবী বিদ্যালক্ষ্মীর আট হাতে রয়েছে ময়ূরের পালক, পদ্ম, বই ইত্যাদি।

৬) গজলক্ষ্মী:

মা লক্ষ্মী গজলক্ষ্মী রূপের সৃষ্টি সমুদ্রমন্থনকালে। এই দেবীর অধিষ্ঠান পদ্মাসনে আর দেবীর দুই হাতে রয়েছে দুটি পদ্মফুল থাকে এবং অপর দুই হাতে রয়েছে অভয় ও বরদা মুদ্রা। পদ্মাসনে বসে থাকা এই দেবীর মূর্তিতে দেখা যায় দুই দিকে দুটি হাতি শুঁড় দিয়ে দেবীর উপর জল দিচ্ছেন। দুই হাতি বা গজর শুঁড় বিশিষ্ট অবস্থায় দেবী কল্পিত বলে এই লক্ষ্মীর নাম গজলক্ষ্মী। গবাদি পশু , কৃষি সম্পদ লাভে এই লক্ষ্মীর পুজো করা হয়।

৭) সন্তানলক্ষ্মী:

সন্তান কামনা অনেকেই সন্তানলক্ষ্মী দেবীর পূজা করেন। মা লক্ষ্মীর এই রূপটির রয়েছে ছয়টি হাত। ঢাল, তলোয়ার, দুই হাতে কলসি ও অভয় মুদ্রা এবং একটি হাতে পদ্মফুল ধরা একটি ছোট শিশু থাকে।

৮) ঐশ্বর্য লক্ষ্মী:

ঐশ্বর্যপ্রদান কারি লক্ষ্মীর রূপ ঐশ্বর্য লক্ষ্মী। বলা হয় এই লক্ষ্মীর আশীর্বাদ লাভ করলে সমাজে সন্মান, খ্যাতি এবং যশ অর্জন করে থাকেন। তাই সমাজে সন্মান, খ্যাতি এবং যশ ইত্যাদি লাভের ইচ্ছা থাকলে লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত।

Related posts

‘স্যার, আমার স্ত্রীর হাত থেকে বাঁচান, ও আমাকে…’, স্বামীর কথা শুনে হেসে ফেলল পুলিশও

News Desk

স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেও খোঁজ নেই শিক্ষকের, স্কুলের এক বন্ধ দরজায় চোখ পড়তেই হতবাক সবাই

News Desk

মায়ের সাথে ‘পাড়ার কাকু’কে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল শিশু! পরিণতি মর্মান্তিক

News Desk