ব্যাস্ত রাস্তার উপর প্রকাশ্য দিনের আলোয় ছড়িয়ে রয়েছে রাশি রাশি টাকা (Rupees), আর সেই টাকা দুহাতে মুঠো ভরে কুড়িয়ে নিতে উন্মত্ত জনতা, আবার কেউ কেউ আনন্দ আর উত্তেজনায় তা উড়িয়েও দিচ্ছেন। শুনে মনে হবে কোন সিনেমার শুটিং দৃশ্য চলছে? কিন্তু এটি সম্পূর্ন বাস্তবের ঘটনা। রূপকথার মতন এই দৃশ্য দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ফ্রিওয়েতে।
ইনস্টাগ্রামে ডেমি বাগবি নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুইন্সার এই ঘটনার একটি দৃশ্য শেয়ার করেছেন। যার ক্যাপশনে লিখেছেন ‘ এই ধরনের দৃশ্য আগে কি দেখেছেন আপনি? আপনি এখানে থাকলে কি করতেন?’
গত শুক্রবার ওই রাস্তায় বেশ যানযটের সমস্যার সৃষ্টি হয় এই কারণে। প্রায় সবে পথ চলতি মানুষ সব গাড়ি দার করিয়ে সেই সব টাকা কুড়িয়ে নিতে থাকে। সেখানেই আবার একজন নিজের স্মার্টফোন বার করে ভিডিওই তুলে ফেললেন। আবার কিছু মানুষকে সেইটা ভিডিওতে দেখা গেলো অনেক টাকা দুহাতে ওড়াতে।
সূত্র মারফত জানা গিয়েছে, গত শুক্রবার সকাল ৯টা বেজে ১৫ মিনিটে একটি টাকা (ডলার) ভর্তি ট্রাক যাচ্ছিল সান দিয়েগো থেকে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের একটি অফিসে। আর ওই রাস্তার উপর ডলার ভর্তি বেশ কয়েকটি ব্যাগ আচমকাই পড়ে যায় কিছু সমস্যার কারণে। সেই কারণেই যেন টাকার বৃষ্টি হয়ে যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কার্লসবাদের মূল রাস্তায়।
এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী সার্জেন্ট কার্টিস মার্টিন জানান, রাস্তায় বেশ অনেকগুলি ডলার ভর্তি ব্যাগ ট্রাক থেকে চলার পথে পরে যায়। আর তখনই সেই টাকা তুলে নিতে শুরু করে রাস্তায় থাকা মানুষজন। তাঁদের বারণও করা হয় সেই অর্থ নিতে এবং তাদের বিরুদ্ধে জে ফৌজদারি আইনি নেওয়া যেতে পারে সেই সম্ভাবনার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের।
সূত্রের খবর, কর্তৃপক্ষ তাঁদের সমস্ত অর্থ ফিরিয়ে দেওয়া অনুরোধ করেছে এই ঘটনার পরবর্তীতে। আবার বেশ কিছু মানুষ ইতিমধ্যেই সেই রাস্তায় কুড়িয়ে পাওয়া অর্থ ফেরতও দিয়ে গিয়েছেন। কিন্তু এই ব্যাপারে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে যে যদি কোনও নাগরিক আগামী ৪৮ ঘন্টার মধ্যে অর্থ ফেরত না দেন তাহলে তিনি বা তারা সমস্যায় পড়বেন।