Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ইঁদুরের খাওয়া প্রসাদ বিতরণ করা হয়! এই মন্দিরে সাদা ইঁদুর চোখে পড়লে ভাগ্য ফিরে যাবে

রাজস্থানের বিকানের শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত আছে এক আশ্চর্য মন্দির। এই মন্দিরে করনি মাতা যে নাকি মা দুর্গার আর এক রূপ সেই দেবীকে পুজো করা হয়। আর শুধু তাই নয় পুজো পায় মন্দিরে বসবাসকারী হাজার হাজার ইঁদুর। বিশ্বাস এরা করনি মাতার সন্তান। স্থানীয় মানুষ জনের মধ্যে প্রচলিত রয়েছে এই মন্দিরটিকে ঘিরে বহু অজানা গল্প গাথা।

মন্দিরের ভেতরে ঘুরে বেড়ানো হাজার হাজার কালো ইঁদুরেরা এখানে পুজ্য। স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী, এই ২৫ থেকে ৩০ হাজার ইঁদুর যারা এই মন্দিরের ভেতরে রয়েছেন তারা আর কেউ না হলেন করনি মাতার বংশধর। ইঁদুরদের ডাকা হয় কাব্বাস নামে। শুধু করনি মাতার জীবন্ত সন্তানের রূপ ইঁদুর দর্শনেই বহু দূরদূরান্ত থেকে হাজির হন ভক্তরা। তবে সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র সাদা ইঁদুরেরা। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এরা হলেন স্বয়ং করনি মাতার গর্ভজাত সন্তান। তাই বলা হয় এই মন্দিরে প্রবেশের পর যদি কারোর চোখে পড়ে সাদা ইঁদুর তার ভাগ্য ফিরে যায়। এ নিয়ে রয়েছে বহু কাহিনী এবং আখ্যান।

বহু মানুষের মতে করনি মাতার শয়ে শয়ে সন্তান এবং সৎ ছেলে লক্ষ্মণ একবার কপিল সরোবরে জল খেতে গিয়ে সেই সরোবরের জলে ডুবে যায়। এরপরই করনি মাতা যমরাজের কাছে পার্থনা করেন তাদের বাঁচাতে। যমরাজ লক্ষ্মণসহ করনি মাতার সকল সন্তানকে ফের পুনর্জন্ম দেন ইঁদুর হিসেবে। সেই থেকে করনি মাতার সাথেই তাদের অবস্থান।

আরেকটি কাহিনী অনুযায়ী, ২০ হাজার সৈনিক বিকানেরের কাছাকাছি এক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে আশ্রয় নেন করনি মাতার কাছে। সৈনিকদের জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন ধর্ম ভঙ্গ এবং গুরুতর অপরাধ। কিন্তু করনি মাতা দয়াপরবশত সেই সব সৈনিক কে মৃত্যুদণ্ড দেননি, কিন্তু শাস্তি স্বরূপ তাদের মানুষ থেকে ইঁদুরে পরিবর্তন করে মায়ের মন্দিরেই থাকার ব্যবস্থা করেন। সেই থেকে তারা এখানে আছেন।

বলাই বাহুল্য ভারতের রাজস্থানের করনি মাতার মন্দিরে দেবীর পাশাপাশি ইঁদুরকে পুজো করা হয়। শুধু তাই নয় ইঁদুর কে থালায় সাজিয়ে প্রসাদ নিবেদন করা হয় এই মন্দিরে। এছাড়াও এই মন্দিরে প্রতিদিন নিয়ম করে একটি থালায় দুধ সাজিয়ে ইঁদুরদের দেওয়া হয়। এমনকি বহু আগত ভক্ত সেই ইঁদুরে খাওয়া দুধ নিজের আঙ্গুলে ছুঁইয়ে মুখে প্রসাদের মত গ্রহণ করেন। ইঁদুরের সম্মান এখানে দেবীর চেয়েও কোনো অংশে কম নয়। যদি কোনো ইঁদুর মন্দিরে ভক্তদের দেওয়া প্রসাদ খায় তাহলে সেই ভক্তের জন্য তা বিশেষ সৌভাগ্যজনক। এবং ইঁদুর খাওয়া প্রসাদ পাওয়ার এই মন্দিরের আগত ভক্তদের দেওয়া হয়।

Related posts

রোগ সম্পূর্ণ সেরে যেতে পারে শব্দের কারণে, এমনটাই সত্যি বলছেন বিশেষজ্ঞরা

News Desk

দিনমজুর থেকে ইউটিউবার হয়ে লক্ষাধিক আয় , রূপকথা কে হার মানাবে ইশাকের গল্প

News Desk

তরুণীর বাড়িতে খাবার পৌঁছে দিতে গিয়েই ভাগ্য বদলে গেল ডেলিভারি ম্যানের! জানুন কাহিনী

News Desk