Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বনগাঁয় প্রকাশ্য মঞ্চে মেলা কমিটির অনুষ্ঠানে উদ্দাম নৃত্য অর্ধনগ্ন নর্তকীদের, ভাইরাল হল ভিডিও

অর্ধনগ্ন অবস্থায় মঞ্চে উদ্দাম নাচ নর্তকীদের। নাচ চলাকালীন কেউ আবার খুলতে শুরু করল পোশাক! সেই নাচ, অঙ্গভঙ্গি দেখে দর্শকাসনে দাঁড়িয়ে তালে তাল মেলাচ্ছে মদ্যপরা।

বৃহস্পতিবার রাতে এমনই কিছু অশালীন ঘটনার সাক্ষী থাকলেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর (bongaon) গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের মানিককোল ও দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঠালতলা এলাকার বাসিন্দারা। ঘটনার দৃশ্য ভাইরাল হতেই পুলিশ সেখান পৌঁছায় এবং ২৫ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ৫ জন নাবালিকা। শুক্রবার সকালে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। খবর সংবাদ প্রতিদিনের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানিককোল মিষ্টি মেলা কমিটির উদ্যোগে নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথমে সবটা ঠিক থাকলেও রাত বাড়তেই শুরু হয় চটুল নাচ।

একইভাবে গোপালনগর থানার কাঠালতলা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা অনুষ্ঠানেও শুরু হয় চটুল নাচ। পরিবারের সঙ্গে যাঁরা অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ওই নাচ দেখে ক্ষুব্ধ হন তাঁরা। অনেকে আবার সেই অশ্লীল নাচের ছবি, ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নাচের ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ।

রাতেই দুটি এলাকায় অভিযান চালিয়ে নাচের আসর বন্ধ করে দেয় পুলিশ। সাউন্ড সিস্টেমগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। এলাকার মানুষের অভিযোগ, এহেন ঘটনায় সংস্কৃতি নষ্ট হচ্ছে। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযোগ, অনুষ্ঠানের খবর আগে থেকে জানলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় এক শিক্ষকের কথায়, “আমরা আগে শুনতাম এই ধরনের নাচ বিহার বা অন্যান্য রাজ্যে হতো। এখন দেখছি আমাদের এলাকাতেও হচ্ছে। মেয়েদের দিয়ে অশ্লীল নৃত্য করিয়ে এলাকার পরিবেশ নষ্ট করল যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

Related posts

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরো এক ধাপ এগোল ভারত! রেকর্ড সংখ্যক পতন সংক্রমণে

News Desk

সেক্সের সময় দুর্ঘটনাবসত ফেসবুক লাইভ! তারপর..

News Desk

সস্তিজনক দেশের করোনা পরিস্থিতি! গত ২৪ ঘণ্টায় কমলো করোনা অ্যাক্টিভ কেস

News Desk