অনলাইন দুনিয়ার দৌলতে আজকাল বিশ্বের রকমারি খবর হাতের মুঠোয়। সেই সূত্র ধরেই কখনো কখনো সামনে আসে এমন সব বিচিত্র খবর যা হয়তো আগে কখনও কেউ শোনেনি। মানুষের বিচিত্র কার্যকলাপের নানা খবর অবাক করে। আর এইসব খবর ঘিরে নেট নাগরিকদের উৎসাহ থাকে প্রচুর। মাঝে মাঝে কিছু মানুষ এমন কীর্তি স্থাপন করে যা যেমন প্রশংসিত হয় তেমন নিন্দিত হয়। তবে একটা কথা ঠিক যে এই খবরগুলি অবশ্যই ভাইরাল হয়। যেমন এই বিয়ের নিমন্ত্রণ পত্র। আমেরিকান নবদম্পতির এক অদ্ভুত বিয়ের নিমন্ত্রণ গিয়ে রীতীমতো চর্চা এখন নেটদুনিয়ায়। তাদের বিয়ের খাওয়া-দাওয়া ঘিরে তারা নিয়েছে এক অদ্ভুত সিদ্ধান্ত। অনেকে যার পক্ষে আবার অনেকে বিপক্ষে। জানুন কি এমন ঘটনা জাগি রে এত চর্চা।
বিষয়টা হল, ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি বিয়ের নিমন্ত্রণ পত্র। যেখানে নবদম্পতি কোন রাখঢাক না রেখে সরাসরি জানিয়ে দিয়েছে, বিয়ের অনুষ্ঠানে আসতে হলে নিমন্ত্রিতদের খরচা করতে হবে ৯৯ মার্কিন ডলার। ভারতীয় টাকায় যা দাড়ায় ৭,৩০০ টাকা। শুধু যে খরচ বেঁধে দিয়েছে তাই নয় এই নিমন্ত্রণপত্রে স্পষ্ট লেখা আছে বিয়ে বাড়িতে ঢোকার মুখেই থাকবে একটি শুভেচ্ছা জানানোর জায়গা যেখানে এই নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তবেই প্রবেশ করা যাবে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ওই নবদম্পতি জানিয়েছেন যে এই টাকা তারা ব্যয় করবেন তাদের মধুচন্দ্রিমায়। অথচ শোনা যাচ্ছে, এই দম্পতির নাকি আগে থেকেই রয়েছে তিন সন্তান এবং একটি বাড়ি!
এই নিমন্ত্রণপত্র কেউ ইন্টারনেটে প্রকাশ করে আর তারপরেই নেটিজেনদের মধ্যে শুরু হয় বিবাদ। অনেকের মতে, দম্পতির এই ধরনের নিমন্ত্রণ কোন নিমন্ত্রণ ই নয়। এটা রীতিমতো আমন্ত্রিতদের অপমান করা। অন্যদিকে, কয়েকজন নেটিজেন মনে করছেন, এই দম্পতির সিদ্ধান্ত একেবারে ঠিক। অতিরিক্ত খরচ বাঁচাতে তাদের এই পদক্ষেপ তাই এতে কোন ভুল নেই। আপনার কি মনে হয়?