Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কাল জগদ্ধাত্রী পূজার নবমী। জ্যোতিষ অনুযায়ী ভাগ্য ফেরাতে এই দিন মেনে চলুন কয়েকটি বিষয়

দুর্গাপুজোর বিষাদ কাটিয়ে ঠিক একমাস পরে মর্ত্যে আবির্ভূত হন দেবী জগদ্ধাত্রী। মূলত দেবী দুর্গারই অপর রূপ হলেন দেবী জগদ্ধাত্রী। দেবী জগদ্ধাত্রীর (Jagadhatri) বাহন সিংহ। তার পিঠে আসীন, নানা অলঙ্কারে সজ্জিত ও নাগরূপ যজ্ঞোপবীতধারিণী। দেবীর চার হাত। বাম দিকের দুই হাতে শঙ্খ ও শার্ঙ্গধনু এবং ডান দিকের দুই হাতে চক্র ও পঞ্চবাণ। জগতের ধাত্রী দেবী জগদ্ধাত্রী। পশ্চিমবাংলার বহু জায়গায় জগদ্ধাত্রী পুজো হলেও মূলত চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং বিখ্যাত। বাকি জায়গায় জগদ্ধাত্রী নবমী তিথিতে এই পুজো গুরুত্ব বেশি পায়। শাস্ত্র বলে জগদ্ধাত্রী পুজোর নবমীতে বিশেষ কিছু কাজ ফলদায়ী হতে পারে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুসারে জগদ্ধাত্রী নবমীর দিন ভাগ্য ফেরাতে তাই নবমীর দিন কি কি করনীয় জেনে নিন।

• জগদ্ধাত্রী পুজোর নবমী তিথিতে কোনও জগদ্ধাত্রী মন্ডপ বা মন্দিরে গিয়ে নিজের সাধ্যমত পুজো দিয়ে আসুন। যদি সম্ভব হয় একটা নতুন শাড়ি দেবীর পায়ে অর্পণ করুন।

• জগদ্ধাত্রী পুজোর অষ্টমী এবং নবমী তিথিতে একটি শঙ্খ কিনে নিয়ে আসুন আর সেই শঙ্খটি দেবী জগদ্ধাত্রীর নিকটে পুজো করিয়ে বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন।

• জগদ্ধাত্রী পুজোর দশমী তিথিতে একটা সিঁদুরের কৌটো কিনে জগদ্ধাত্রী পুজোর মন্দিরে গিয়ে পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে দেবীর চরণে কিছুটা সিঁদুর অর্পণ করে বাদবাকী সিঁদুর বাড়িতে এনে রেখে দিন। শুভ কাজে বেরোনোর আগে বা কোন জটিলতায় এই সিঁদুরের টিকা বিশেষ ফলদায়ক হবে।

এছাড়াও এই দিন জ্যোতিষ মতে করুন এই কয়েকটি কাজ ….

• জগদ্ধাত্রী পুজোর চলাকালীন ১৪ বছরের নীচে কোনও মেয়েকে তাঁর মনের মতো কিছু উপহার দিন এবং তাকে খাবার খাওয়ান।

• জগদ্ধাত্রী পুজোর পুণ্য তিথিতে যদি বাড়িতে কোনও দরিদ্র মানুষ আসেন, তা হলে কোনও ভাবেই সে যেন ফিরে না যায়। নিজের ক্ষমতা মতন তাকে দান ধ্যান করুন।

• জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বাড়িতে অবশ্যই নিরামিষ রান্না ও ভোজন করুন।

• এই পুজোর তিথি চলাকালীন কোনও বিবাহিত মহিলাকে কোনো লাল রঙের বস্ত্র এবং আলতা সিঁদুর দান করুন।

Related posts

ওমিক্রনেই শেষ নয়, আসছে আরো দু’রকম করোনা প্রজাতি! কেমন হতে পারে সেই রূপ?

News Desk

কুমারী পুজো করবো বলে ভাইজি রেড লাইট এরিয়ায় নিয়ে গিয়ে বিক্রী কাকা! তারপর..

News Desk

অদ্ভুত রহস্য! তিব্বতের উপর দিয়ে কেন কোনো এরোপ্লেন উড়ে যেতে পারে না!

News Desk