Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ইন্টারনেটে ক্রিকেট জুয়া খেলার নেশায় লাখ লাখ টাকা দেনা, আত্মঘাতী জলপাইগুড়ির যুবক

সর্বনাশা অনলাইন জুয়া কেড়ে নিল তরতাজা প্রাণ। অনলাইন ক্রিকেট জুয়ায় হেরে কয়েক লক্ষ টাকা দেনা করে ফেলেছিলেন বছর পঁচিশের এক যুবক। সেই ধার শোধ করতে না পেরে শেষপর্যন্ত আত্মহত্যা করলেন তিনি। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। প্রিয়জনের মৃত্যুতে শোকার্ত পরিবারের দাবি, সর্বনাশা এই জুয়া বন্ধ করা হোক। খবর সংবাদ প্রতিদিনের।

জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মোড়ল পাড়ার গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম সাহেন আলি (২৫)। বাড়িতে স্ত্রী ও সন্তান আছে। দীর্ঘদিন থেকে আইপিএল-সহ একাধিক ক্রিকেট টুর্নামেন্টের চলাকালীন সময় অনলাইনে জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি পরিবারের। এই নিয়ে মাঝেমধ্যেই পারিবারিক সমস্যা হত।

মৃত যুবকের দাদা মহম্মদ ভানু জানান, সাহেন গতকাল বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর তাঁর বাবার ঘরে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাহেন। মৃতের পরিবারের দাবি, “জুয়া আমাদের পরিবারকে সর্বস্বান্ত করেছে। আমরা চাই এই জুয়া বন্ধ হোক।”

Related posts

ওমিক্রনের সব রূপই দ্রুত ছড়াচ্ছে, আসছে মিনি করোনার ঢেউ? হু এর বিজ্ঞানীর বক্তব্যে আশঙ্কা

News Desk

ব্রিটেনে ‘ফ্রিডম ডে’! তুলে নেওয়া হল সমস্ত কোভিড বিধি। অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা

News Desk

এক অদ্ভূত ভয়ের কারণে ভারতের এই গ্রামে আজও নেই একটিও পাকা বাড়ি, বিদ্যুৎ বা জ্বালানি গ্যাসও! জানেন কি?

News Desk