Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মর্মান্তিক! বালতির রাখা জলে ডুবে গিয়ে একসাথে মৃত্যু দুই যমজ শিশুর, শোকে

মর্মান্তিক ভাবে মারা গেল দুই যমজ শিশু। ঘটনা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের। দুটি বালতির জলে ডুবে মারা গেছে তিন বছর বয়সী যমজ বোন। রোববার সকালে জেলা শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। ভাড়া বাসায় সব সময় জল না থাকায় দুটি বালতিতে জল ভরে রাখা হয়েছিল। খবরটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদ প্রতিবেদন মাধ্যম প্রথম আলো তে।

সদর থানায় এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। যমজ বোনদের নাম সাবা ও সারা। তাদের বাবা এবাদ আলী পুলিশের কনস্টেবল। বর্তমানে ঢাকায় কর্মরত।

শিশুদের মা নাইমা খাতুন বাংলাদেশের এক সংবাদ মাধ্যম প্রথম আলোকে বলেন, মেয়ে দুটি বালতির জলে পরনের প্যান্ট রেখে নাড়াচাড়া করছিল। এ সময় তিনি ময়লা ফেলতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এসে দেখেন জল ভর্তি বালতির ভেতর দুই বোনের মাথা নিচে ও পা ওপরে। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাইমা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা পৃথিবীতে এসেছিল একসঙ্গে, ছেড়েও গেল একসঙ্গে। যা করত সবই একসঙ্গেই করত। ওরা আমাকে শোকের সাগরে ভাসিয়ে গেল।’

একসময় সপরিবার ঢাকায় থাকতেন নাইমারা। এক মাস আগে চাঁপাইনবাবগঞ্জে এসে ভাইয়ের বাড়ির পাশে দুটি কক্ষ ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। ভাড়া বাসায় সব সময় জল পাওয়া যায় না। তাই দুটি বড় বালতিতে জল ধরে রাখা হতো। সে জলে ডুবেই মারা গেল শিশু দুটি।

সদর থানার (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, যেহেতু দুটি শিশু একসঙ্গে মারা গেছে, তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ জন্যই লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।

Related posts

জানতেনই না গর্ভবতী! অফিস থেকে ফিরে বাচ্চার জন্ম দিল, পরদিন আবার অফিসে গেল

News Desk

‘আমার গোপনাঙ্গ দেখে থাকতে পারে..’ রিয়েলিটি শোতে বিস্ফোরক কিম কার্দাশিয়ান!

News Desk

সুচ ফোটানোয় ভয়? ইঞ্জেকশনবিহীন টিকা এলো বাজারে! কবে হবে উপলব্ধ?

News Desk