Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অকেজো এটিএম মেশিন কিনে সেটি খুলতেই ভাগ্য ফিরে গেল! ভিডিও শেয়ার করলেন তিন বন্ধু

অকেজো এটিএম মেশিন সস্তায় কিনেছিলেন। খুলে দেখলেন ভিতরে রয়ে গিয়েছে রাশি রাশি টাকা। ৩০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২২ হাজার টাকার কিছু বেশি দামে এটিএম মেশিনটি কিনেছিলেন তিন বন্ধু। ভিতরে টাকা থেকে গিয়েছে কি না দেখতে তাঁরা মেশিনটি খুলে ফেলেন। দেখা যায় এটিএমের ধাতব বাক্সের ভিতর রয়েছে ২০০০ ডলার। ভারতের হিসেবে যা দেড় লক্ষ টাকারও বেশি।

2 rupees coin can give you 5 lakh rupees

গোটা ঘটনার একটি ভিডিয়ো টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যাচ্ছে হাতুরি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তাঁরা সফল হন। ভিডিয়োটি যিনি রেকর্ড করেছেন তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন। জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাঁদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে ভিতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন।

ঘটনাটি বিদেশের। তবে কোন দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিয়োয় ওই তিন বন্ধু জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন কিছু টাকা থাকবে। তবে তার পরিমাণ যে দেড় লক্ষ ছাড়াবে, তা কল্পনাও করেননি।

Related posts

সন্তান জন্মের পর সাতদিন যেতে না যেতেই মর্মান্তিক কারণে মৃত্যু গৃহবধূর! ক্ষোভ পরিবারের

News Desk

ভয়াবহ! ফ্রিজে রাখা রেস্তোরাঁর খাবার খেয়ে বাদ দিতে হল পা, কোনো মতে বাঁচলো ছাত্রের প্রান

News Desk

হাতের মুঠোয় লুকিয়ে ফেলা যায়! আবার চালানো যায় আসল গুলিও! দেখুন পৃথিবীর সবচেয়ে ছোট বন্দুক

News Desk