Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ইলেকট্রিক স্কুটারে চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ থেকে বাড়িতে আগুন, দগ্ধ পরিবারের ৪

বর্তমানে পরিবেশ সচেতনতা বাড়াতে রাস্তায় পেট্রোল চালিত গাড়ির সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে মোটামুটি সব দেশই। তাই বাজারে পেট্রোল চালিত বাইক বা স্কুটারের সাথে প্রতিযোগিতায় নেমেছে ই স্কুটার। এবার এক ই স্কুটারে বিস্ফোরণ হলো নারকেলডাঙায়। আর সেখান থেকেই এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে গেলো গ্যাস সিলিন্ডার ফেটে। একই পরিবারের চারজন মানুষ অগ্নিদগ্ধ হলেন। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা জুড়ে। এই চারজনের মধ্যে তিনজন অগ্নিদগ্ধ এর অবস্থা সংকটজণক তাই হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , পূর্ব কলকাতার (East Kolkata) নারকেলডাঙা থানা এলাকার ষষ্ঠীতলা রোডে রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। সেখানে সামন্ত পরিবার দোতলা বাড়িতে থাকে। এদিন বাসিন্দা সন্দীপ সামন্তর ই-স্কুটারটিতে চার্জ দেওয়া হচ্ছিল বাড়ির একতলায়। এখনও অবধি প্রাপ্ত খবর অনুযায়ী, ই-স্কুটারে বিস্ফোরণ হয় চার্জ দেওয়ার সময়ই। প্রচণ্ড আওয়াজ হয় এবং পাশেই রাখা একটি গ্যাস সিলিন্ডারে ওই স্কুটারের অংশ গিয়ে পড়ে। তাতেই আগুন ধরে যায় গ্যাস সিলিন্ডারে। বিস্ফোরণ হয় গ্যাস সিলিন্ডারে।

আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। প্রথমে ছুটে আসেন বাড়ির বৃদ্ধ কর্তা যামিনীরঞ্জন সামন্ত, তাঁর ছেলে সন্দীপ সামন্ত, পুত্রবধূ সায়ন্তনী সামন্ত ও ১৭ বছর বয়সের নাতি প্রীতম ই-স্কুটারে বিস্ফোরণের শব্দ শোনামাত্রই। গ্যাস সিলিন্ডার থেকে ওই সময়ই আগুন ধরে যায়। কেউ বাড়ি ছেড়ে পালাতে পারেননি সিঁড়ির মুখে আগুন লাগার ফলে। আগুন বাড়ির একটি অংশে অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে। তাতেই অগ্নিদগ্ধ হন পরিবারের চারজন। সবার মধ্যে ওই বছর ১৭ এর কিশোর কম আহত হয়েছেন।

চারজন ছাদের উপর উঠে যান অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে। প্রতিবেশীরা আগুন দেখে দমকলে খবর দেন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয়। দমকলকর্মীরা আগুন নিভিয়ে চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাঁদের নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। বাকি তিনজনের হাসপাতালে চিকিৎসা চলছে ওই কিশোর ছাড়া। ওই বিস্ফোরণের ঘটনাটি কীভাবে ঘটল, পুলিশ তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে।

Related posts

বন্ধুত্বের খাতিরে পারি ১৩০০ কিমি। করোনা আক্রান্ত বন্ধুকে বাঁচাতে কি করলেন যুবক?

News Desk

পৃথিবীর বুকেই রয়েছে এসব আশ্চর্য শহর! যেখানকার রকমসকম শুনলে অবাক হবেন

News Desk

নখে সাদা সাদা দাগ দেখা যায়? জানেন এই দাগ দেখা যায় কেন! শরীরে কিসের অভাবে

News Desk