Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মহিলা ও পুরুষ দুজনের জন্যই একই কন্ডম! বাজারে আসছে অভিনব ইউনিসেক্স কন্ডোম

একই কনডম ব্যবহার করতে পারবেন নারী ও পুরুষ উভয়েই। কি ভাবছেন! তা কী করে সম্ভব? হ্যাঁ এমনটাই সম্ভব করেছে মালয়েশিয়ার এক গাইনোকোলজিস্ট। তার দাবি অনুযায়ী তিনি এমন এক কনডম আবিষ্কার করেছেন যা বিশ্বের প্রথম ইউনিসেক্স কন্ডোম অর্থাৎ ছেলে বা মেয়ে যে কেউই ব্যবহার করতে পারেন।

একটি সংবাদ সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য অনুযায়ী বিশেষ পাতলা এবং ফ্লেক্সিবেল এক উপাদান দিয়ে এই কনডম বানানো হয়েছে। যৌনসঙ্গম করার সময় অনিচ্ছাকৃত গর্ভধারণের ঝুঁকি এড়াতে যাতে পুরুষ বা মহিলা যে কেউ একটি নিরোধ ব্যবহার করতে পারেন তার থেকেই এমন কনডম তৈরি করার ভাবনা ওই গাইনোকোলজিস্টের মাথায় আসে। এটি যে শুধু দুজনে ব্যবহার করতে পারবেন তাই নয় এটি সম্পূর্ণ সুরক্ষিত যৌন মিলন এর জন্য আদর্শ।

এই কন্ডোমের নাম রাখা হয়েছে Wondaleaf Unisex Condom। মালেশিয়ার ওই চিকিৎসক জানিয়েছেন, এই কন্ডোম ইতিমধ্যেই বহু টেস্টের মধ্য দিয়ে গেছে। এবং প্রতিটি টেস্টেই সে পাশ করেছে আর প্রমাণ করেছে এর দ্বারা দূর্ঘটনাবশত গর্ভধারণ আটকানো সম্ভব। এর প্রয়োগও সফলতা পেয়েছে।

এই কন্ডোমটির আবিষ্কারক সেই গাইনোকোলজিস্টের নাম জন ট্যাং ইং চিন। তিনি কাজ করেন একটি মেডিক্যাল সাপ্লাই ফার্মে। জন ট্যাং ইং চিন জানিয়েছেন, ‘এই কন্ডোমটি Polyurethane নামক এক পদার্থ দিয়ে তৈরি, যা সাধারণত কোনো ক্ষত সারিয়ে দেয়। এমনিতে এই কনডমের কাজ বাজার চলতি আর বাকি সাধারণ কন্ডোমের মতোই। কিন্তু, কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে।’

এই কন্ডোম বাইরে থেকে দেখলে আর ৫টা কন্ডোমের মতোই লাগে। তবে এই কন্ডোমের মধ্যে ত্বকের সাথে আটকে যাওয়ার মতো একটা আবরণ রয়েছে। এটি নারীদেহের যোনি বা কোন পুরুষের পুরুষাঙ্গের পাশাপাশি আশেপাশের দেহের ত্বক কেও ঢেকে রাখে। ওই চিকিৎসক আরও বলেন, এই কন্ডোমর দুটো দিকই ব্যবহার করা যাবে। অর্থাৎ উল্টিয়ে নিলে এটি আবারো সঙ্গমের সময় এর ব্যবহার করা যাবে। মানে একটি কনডম দুবার ব্যবহার করা যাবে। এর একটি প্যাকেটে থাকে দুটো কন্ডোম। দাম ভারতীয় টাকায় ২৭১ টাকা।

স্বাভাবিকভাবেই সকলের কৌতুহল কবে বাজারে আসবে এই কন্ডোম? এই প্রশ্নের জবাবে চিকিৎসক জানান, ‘ ডিসেম্বরে এই কন্ডোম বানিজ্যিকভাবে বাজারে আসতে পারে। আমি আশাবাদী এই কন্ডোম অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং মিলনের সময় যৌন রোগের ঝুঁকি প্রতিরোধ করতে পারবে।

Related posts

হিন্দু পাত্রকে বিয়ে, তরুণীকে সমাজছাড়া করতে মসজিদ থেকে ফতোয়া জারি বাংলাদেশে

News Desk

এ কেমন মা! স্পার্ম ডোনার জাপানি নয় চীনা! তাই সন্তানকে অস্বীকার করলেন মহিলা

News Desk

এই দেশের ঘড়ি কখনোই ছোঁয় না ১২টার কাঁটা। কিন্তু কেন? কারন জানলে অবাক হবেন!

News Desk