সৃজনশীল মানুষেরা আর পাঁচ দশ জনের থেকে আলাদা হন সেটা সর্বজনবিদিত। কিন্তু অভিনবত্ব আর সৃজনশীলতার দিক থেকে উদাহরণ কায়েম করতে গিয়ে এই ব্যাক্তি এমন এক কাজ করে বসলেন যার ঠেলা সামলাতে হচ্ছে তার ছেলেকে। সব বাবা মাই নিজের সন্তানের নামকরণ করে। এই ক্ষেত্রে এই পিতাও তার ব্যাতিক্রম নন। কিন্তু নাম দেওয়ার বেছে নিলেন ইংরাজি বর্ণমালার প্রথম কিছু অক্ষর কে।
ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। সূত্র অনুযায়ী জুলফামি (Zulfahmi) নামক এক ব্যক্তি নিজের ছেলের নাম রাখতে কোন অর্থ ব্যঞ্জক শব্দ নয় বেছেছেন কিছু অক্ষর। সেগুলি হল ‘ABCDEF GHIJK Zuzu’। নামটি শুনে ঘাবড়ে যাওয়ার মতন হলেও এই ঘটনা মিথ্যা নয়। ইংরেজি আলফাবেট এর A থেকে K অবধি অক্ষর সারি দিয়ে লেখা এই নামে। এই নাম রাখা সৃজনশীল সেই ব্যক্তির শখ ছিল লেখক হবার। চাইতেন তার লেখার মাধ্যমে পৃথিবী তাকে মনে রাখুক। কিন্তু লেখক হবার স্বপ্ন পূরণ না হওয়ায় নিজের ছেলের নামকরণের ক্ষেত্রে এমন কিছু উদাহরণ তৈরি করতে চেয়েছেন যা বিশ্ব মনে রাখবে। কিন্তু এই নামের কারণে ঠাট্টার পাত্র হতে হচ্ছে তার ছেলেকে। অবশ্য তাতে তার কিছু খারাপ লাগা নেই। নিজের বাবার দেওয়া নাম নিয়ে সে গর্বিত।
কিছুদিন আগে নিজের ১২ বছরের ওই ছেলেকে নিয়ে টিকা দিতে এক স্বাস্থ্যকেন্দ্রে যান তার বাবা। এমন অদ্ভুত নাম দেখে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার মুয়ারা এনিম অফিসে আধিকারিকরা প্রথমে ভেবেছিলেন কেউ মশকরা করছে। কিন্তু ওই ব্যক্তি তাদের জানান এটা কোন মজা নয়, সত্যি সত্যিই তার ছেলের নাম এটি। শুনে হতবাক হয়ে যান আধিকারিকরা। সকলের প্রশ্ন একটাই এমন নাম কি কেউ কখনও আগে রেখেছে?
ব্যাপারটা নিয়ে চারদিকে এতটাই আলোচনা হয় ওই ব্যক্তির কাছে পৌঁছয় স্থানীয় সংবাদমাধ্যম। তারা এমন নাম রাখার কারণ জিজ্ঞাসা করলে তিনি জানান তার স্বপ্ন ছিল লেখক হওয়া, কিন্তু সেটি হয়নি। তাই নিজের কোন সৃষ্টি কবর করতে ছেলের নাম রেখেছেন এমন। বাড়িতে অবশ্য ছেলের ডাক নাম Adef।
তার শুধু একটি সন্তান নয় আরো দুটি সন্তান আছে। তাদের নামও Nopq Rstuv এবং Xyz একইভাবে রাখার ইচ্ছে ছিল। কিন্তু তা হয়নি। তাদের নাম আম্মার এবং আত্তার। এই নাম নিয়ে এখন তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়।