Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নৃশংস! কলকাতার বুকে ৭২ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার হলো পথ কুকুর

এক ঘৃণ্যতম ঘটনা ঘটে গেল কলকাতায়। কলকাতা শহরে রাতের অন্ধকারে এক কুকুরকে ধর্ষণ করার মতো নিকৃষ্ট ঘটনা সত্যিই বেদনাদায়ক। বছর ৭২ এর এক বৃদ্ধ নিজের যৌন লালসা মেটাল এক কুকুরকে ধর্ষণ করে। একেবারেই ঠিক পড়ছেন। এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েগেছে। এরমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশের থেকে পাওয়া খবর অনুযায়ী , অভিযুক্ত দক্ষিণ কলকাতার (South Kolkata) পাটুলির বাসিন্দা তাঁর নাম দুলাল হালদার। সম্প্রতি বাড়ির বারান্দা থেকে এক মহিলা দেখতে পান, একটি সারমেয়কে সঙ্গে নিয়ে রাত ৩টে নাগাদ হেঁটে একটি শেডের নিচে ঢুকে পড়ছে দুলাল সরকার। ওই মহিলার সারমেয়টিকে অতিরিক্ত শান্ত দেখে সন্দেহ হয়। ওই শেডের কাছে পরের দিন যান ওই মহিলা। সেখানে তিনি চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখেন। এরকম অবস্থা দেখে খুব অস্বস্তি হয় ওই মহিলার। আরও সন্দেহ হয় তাঁর। যদিও সেখানে ছিলনা সারমেয়টি।

Up teacher arrested for smashing students face with cake

নিজেই তার খোঁজ শুরু করে দেন ওই মহিলা। অনেক খোঁজাখুঁজির পর ওই এলাকাতেই সারমেয়টির হদিশ মেলে। তাকে নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ছোটেন তিনি। সেখানেই পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন, সারমেয়টির উপর যৌন অত্যাচার করা হয়েছে। সেই কারণেই রক্তক্ষরণ হয়। এমন বীভৎস কাণ্ডের কথা জানতে পেরে আর চুপ থাকেননি মহিলা। 

দুলাল হালদারের বিরুদ্ধে পাটুলি থানায় (Patuli PS) গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। আজ তাঁর অভিযোগের ভিত্তিতেই, অভিযুক্ত বৃদ্ধকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। আদালতে পেশও করা হয় এদিন তাকে। এমন নৃশংস ঘটনা কেন সে ঘটিয়েছে, তা জেরা করে জানার চেষ্টা করছেন পুলিশ। সেই সঙ্গে মানসিক ভারসাম্য হারিয়েছেন কি না ওই বৃদ্ধ, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে পাটুলিতে এমন খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যায়।

Related posts

হবু স্বামীর সাথে ভক্তদের পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী! খুব তাড়াতাড়িই কি বিয়ে?

News Desk

আবারও স্বস্তি করোনার দৈনিক সংক্রমণ থেকে, অ্যাকটিভ কেস কমলো একলাখের নীচে

News Desk

এই ৫ উপসর্গ দেখলেই দ্রুত পরামর্শ নিন চিকিৎসকের, ওমিক্রনের লক্ষ্মণ হতে পারে!

News Desk