Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মর্মান্তিক! বাজ পরার সময় মোবাইলে সেলফি তুলতে গিয়ে রাজস্থানে বজ্রাঘাতে মৃত ১১, তিন রাজ্যে বাজ পড়ে মৃত্যু অন্তত ৬৮ জনের

বর্ষার শুরু থেকেই দেশের বিভিন্ন রাজ্যে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু একই সময়ে একসাথে ৬৮ জনের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী রাজস্থান ও মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বজ্রপাতে নিহত পরিবারের উদ্দেশে টুইটে শোকজ্ঞাপন করেছেন। বজ্রঘাতে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)।

গত কয়েকদিন ধরেই রাজস্থানের আবহাওয়া ভাল নয়। থাকছে মেঘলা আকাশ। বেশিরভাগ সময়ই থাকছিল আকাশের মুখভার। বর্ষার শুরুতেই আকাশে কালো মেঘের আনাগোনা থাকছিল। এরপরই গত রবিবার শুরু হয় তীব্র বজ্রপাত। প্রাণ হারায় বহু মানুষ।

জানা যায় রবিবার রাজস্থানের জয়পুরের একটি ওয়াচ টাওয়ারে বেড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কেউ কেউ সেই টাওয়ারে দাড়িয়ে সেলফিও তুলছিলেন। ঠিক সেই আকাশ কালো হয়ে আসে। দুর্যোগের আশঙ্কা তৈরি হয়। শুরু হয় বজ্রপাত। অল্প সময়ের মধ্যেই প্রবল শব্দে পরে দু’টি বাজ পড়ে। সেই সময় ওই ওয়াচ টাওয়ারে থাকা ১১ জনেরই বজ্রাঘাতে মৃত্যু হয়। এছাড়া রাজস্থানের কোটাতে ৪ জন শিশু বজ্রাঘাতে মারা যায়। ঢোলপুরের বাদিতে মারা যায় আরও তিনজন। এই দুর্যোগে আহত হয়েছেন জয়পুর ও তৎসংলগ্ন এলাকায় অন্তত ১৭ জন। তাঁরা প্রত্যেকেই চিকিৎসাধীন জয়পুরেরই হাসপাতালে । এই ঘটনায় টুইটে শোকপ্রকাশ করে নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাশাপশি এই বজ্রাঘাতের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট , উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। কিন্তু শুধু রাজস্থানেই নয়। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) বেশ অনেকে মারা গেছেন বজ্রাঘাতে। এর মধ্যে মধ্যপ্রদেশে মারা গিয়েছেন অন্তত ৭ জন। উত্তরপ্রদেশে মারা গিয়েছেন আরও ৪১ জন।।

Related posts

ইঞ্জেকশন দিতেই শরীরে জ্বালা, তারপরেই সব শেষ.. বিস্ফোরক অভিযোগ শোকাচ্ছন্ন পরিবারের

News Desk

দিল্লি অক্সিজেন সরবরাহ নিয়ে সুপ্রীম কোর্টের কড়া রায়, ভারতবাসীর সামনে আনা হোক অক্সিজেন সরবরাহ পদ্ধতি

News Desk

কম পয়সায় ট্যাটু করিয়ে এখন এডস আক্রান্ত অন্তত দু’জন! আশঙ্কা আরো অনেকেকে নিয়ে

News Desk