Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অজ্ঞান রোগীদের আপত্তিকর ছবি তুলে রাখত! ২৩ মামলায় দোষী সাব্যস্ত ৫১ বছর বয়সী নার্স

অচেতন জ্ঞানহীন অবস্থায় থাকা চার মহিলা রোগীর আপত্তিকর ছবি তোলা এবং যৌন হেনস্থার করার অভিযোগে জেল হল ৫১ বছর বয়সী এক পুরুষ নার্সের। শুধু তা-ই নয়, টয়লেট ব্যবহার করে সহকর্মী মহিলা নার্সদের ছবি তোলা, এমনকি, শিশুদের উপর যৌন নিগ্রহ চালানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে ওই নার্স।

লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনের শেফিল্ড রয়্যাল হ্যামশায়ার হাসপাতালে। সেখানে নিযুক্ত পুরুষ নার্স ছিল ৫১ বছর বয়সী পল গ্রেসন। বর্তমানে পলের বিরুদ্ধে মোট ২৩টি অপরাধের অভিযোগে আদালতে মামলা চলছে। যার মধ্যে রয়েছে চার জন অস্ত্রোপচার পরবর্তী রোগীর ‘আপত্তিকর’ ভাবে ছবি তোলা, অচেতন অবস্থায় থাকাকালীন তাঁদের যৌন হেনস্থা ইত্যাদি মারাত্মক অভিযোগ। আরও অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার শিশুদের নিজের লালসা থেকে বাদ দেননি ওই পুরুষ নার্স। তাদের সাথে অশ্লীলতা করত তিনি। তাদেরও নগ্ন অবস্থায় ছবি নিজের মোবাইল ফোনে তুলে রাখত সে। এমনকি নিজের মহিলা নার্স সহকর্মীদের গোপনে ছবি তুলত পল। এই কাজটি করার জন্য সে বেছে নিয়েছিল হাসপাতালের শৌচাগার কে।

বিচারক জেরেমি রিচার্ডসন কিউসি এই ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ৫১ বছর বয়সী পল গ্রেসন “একটি সম্মানজনক পেশার জন্য লজ্জা নিয়ে এসেছেন” এবং বলা হয়েছিল যে তাকে মুক্তি দেওয়ার পরেও তাকে আরো চার বছর শাস্তি দেওয়া হতে পারে। এই নার্স কমপক্ষে 25 বছর এই পেশার সাথে যুক্ত।

সম্প্রতি তার এক পরিচিত তার এই কুকর্ম প্রকাশ্যে আনে। তারপরেই চাঞ্চল্য পরে যায়।ওই মহিলার অভিযোগ, তাকে না জানিয়ে তার নানা আপত্তিকর ছবি তুলেছে পল নামে ওই পুরুষ নার্স। অশ্লীল ছবিতে নাকি তার মোবাইল এবং সব ডিস্ক পরিপূর্ণ। ওই মহিলা আদালতে অভিযোগ জানালে পুলিশ ঘটনাটির তদন্তে নামে। এরপরেই প্রকাশ্যে আসে পলের জঘন্য কাজ কর্ম।

Related posts

সিন্থেটিক ভ্রুণ তৈরি করছে বায়োটেক ফার্ম! ভবিষ্যতে কি কৃত্রিম শিশুর জন্ম হবে? কি বলছেন বিজ্ঞানীরা

News Desk

এক টুকরো ফটকিরির সঠিক ব্যবহারই বদলে দিতে পারে আপনার ভাগ্য, কি বলছে বাস্তুশাস্ত্র, জেনে নিন

News Desk

এই ফুলের দর্শন পেতে অপেক্ষা করতে হয় এক যুগ, এবছর পাহাড় ছাইল সেই নীলকুরিঞ্জি ফুলে

News Desk