Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১০ হাজারের নিচে স্মার্টফোন কিনতে চান! জেনে নিন দুর্দান্ত ফিচারসের এমন ৫টি স্মার্টফোনের নাম

স্মার্টফোন কিনতে চান অথচ বাজেট 10 হাজার টাকার কম। তাহলে জেনে নিন ১০ হাজারের নিচে কিছু অনবদ্য মোবাইল ফোন সম্পর্কে। রিয়েলমি, রেডমি, স্যামসাং এবং ইনফিনিক্সের মতো বড় ব্র্যান্ড এর কিছু ফোন আছে ১০ হাজারের নিচেই যার পারফরম্যান্স খুব ভালো এবং এই ফোনগুলি নো-কস্ট EMI, ব্যাঙ্ক অফারের সাথে অনলাইনে এবং অফলাইনে দুই ভাবেই। কিনতে পারেন। আসুন জেনে নেওয়া যাক এমন ৫টি বাজেট স্মার্টফোন সম্পর্কে।

TECNO SPARK GO 2021
দাম: 7,299 টাকাএই টেকনো ফোনে 6.52-ইঞ্চি এইচডি+ (720 x 1600 পিক্সেল) ডট নচ ডিসপ্লে রয়েছে, এর আসপেক্ট রেশিও 20: 9। টেকনো স্পার্ক গো 2021 ফোনের ব্যাক প্যানেল 13MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ডুয়াল ফ্ল্যাশ লাইট এবং 4X জুম সাপোর্ট রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। SAMSUNG

GALAXY M02:
দাম: 7,999 টাকাGalaxy M02 স্মার্টফোনে 6.5 ইঞ্চির HD+ Infinity-V ডিসপ্লে থাকছে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনে MediaTek-এর চমৎকার একটি প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের সঙ্গে। স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 13MP। এছাড়াও রয়েছে আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই নতুন গ্যালাক্সি মডেলে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। এতে 5,000mAh ব্যাটারি রয়েছে।

INFINIX SMART 5:

দাম: 6,699 টাকাইনফিনিক্সের এই স্মার্টফোনটি 6,699 টাকায় নেওয়া যাবে। ফোনে 2 জিবি RAM এবং 32 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনে 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। হ্যান্ডসেটে 8 মেগাপিক্সেল এবং ডেপথ সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে MediaTek Helio A20 প্রসেসর দেওয়া হয়েছে।

REDMI 9A:

দাম: 6,999 টাকাRedmi 9A স্মার্টফোনে 2 জিবি RAM ও 32 জিবি স্টোরেজ এবং 3 জিবি RAM ও 32 জিবি স্টোরেজ রয়েছে। ফোনটি গ্রিন, মিডনাইট এবং ব্ল্যাক রঙে কেনা যাবে। হ্যান্ডসেটে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটিতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে 6.53 ইঞ্চি এইচডি+ মাল্টি-টাচ ক্যাপাসিটিভ স্ক্রিন রয়েছে। আসপেক্ট রেশিও 20: 9। ফোনটি অ্যান্ড্রয়েড 10 ওএস সহ আসে এবং হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও G25 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। Redmi 9A ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

REALME C11 (2021):
দাম: 6,999 টাকারিয়েলমির এই ফোন 2 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটিতে 6.5 ইঞ্চি এলসিডি, 8 মেগাপিক্সেল রিয়ার এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি ব্লু এবং গ্রে কালারে আসে। অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে ফোন কেনার ক্ষেত্রে অনেক ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই এর সাথে নেওয়া যেতে পারে।

Related posts

বিয়ের কার্ডের উপরে লেখা হয় শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ। বিয়ে আর প্রজাপতির কি সম্পর্ক?

News Desk

চারদিক জলে থৈ থৈ! বিয়ের মণ্ডপে অবধি যেতে রান্নার কড়াইতেই চেপে বসলেন বর-কনে!

News Desk

এলাকা থেকে জল না নামতে নিকাশি নালায় ডুবুরি নামিয়ে চোখ কপালে! মিলল লেপ তোষক আরো কতো কি

News Desk