Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৪ ভাই মিলে বিয়ে করলেন একজন মহিলাকে! স্ত্রীয়ের সন্তানের বাবা কে তা নিয়ে তুলকালাম

চার ভাইয়ের স্ত্রী একজনই! এরকম অবস্থায় সেই স্ত্রীয়ের জন্ম দেওয়া সন্তান এর বাবা কে সেই নিয়ে তুমুল অশান্তি । খুব একটা ভালো অবস্থা নয় তাই স্ত্রী নিজেই সামলাতে চেষ্টা করছেন। তেমনভাবেই গভীর আলোচনাও চলছে । এখন প্রশ্ন হচ্ছে এই মহিলার সাথে ৪জন ভাইয়ের কিভাবে বিয়ে হল? আর এর থেকেও বড় ব্যাপার হল সেই ভিডিও কিভাবে ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটি দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেন দের।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কোনও কিছু ভাইরাল হতে বেশি সময় লাগে না। কিন্তু ওই ভিডিওটিতে কি দেখা গিয়েছে: ভাইরাল হওয়া ওই ভিডিওটির প্রথমেই সেখানে উপস্থিত মহিলাটি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি ছোটবেলা থেকেই তাঁর স্বামীর ভাইদের কোলে-পিঠে করে মানুষ করেছেন। এমতাবস্থায় , তাঁরা বড় হয়ে যেতেই তাঁদেরকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন তাদের, তাই তাদের বিয়ের প্রস্তাব দেন তিনি। যেটিতে ওই যুবকেরা রাজিও হয়ে যান।

সমানভাবে নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেকের সাথেই থাকতেন ওই মহিলা। এভাবেই বেশ দিন কাটছিলো তাদের। কিন্তু সমস্যা শুরু হয় যখন তাদের একটি সন্তান জন্ম নেয়। মূলত, নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ওই চারজন ওই সন্তানটি কার তা নিয়েই। এমনকি, নিজেদেরকে ওই সন্তানের “পিতা” হিসেবে সকলেই দাবি করতে থাকেন।

এরকম অবস্থায় রীতিমতো সমস্যায় পড়ে যান ওই মহিলা। তিনি সবাইকেই ওই সন্তানের পিতা হিসেবে ঘোষণা করেন পরিস্থিতি সামাল দিতে। এদিকে, বছর পাঁচেকের ওই সন্তান এই যুবকদের একজনকেও এখনও কেন “বাবা” বলে ডাকছে না তা নিয়েও চিন্তা প্রকাশ করেন তাঁরা। যদিও, ওই যুবকেরা দীর্ঘ আলোচনা শেষ হওয়ার পরে নিজেরাই সিদ্ধান্ত নেন যে তাঁদের ছোট ভাই-ই ওই সন্তানের পিতা। পাশাপাশি, ওই সন্তানের যাবতীয় দায়িত্ব, সংসারের ভার এবং পরিবারের খরচ সামলানোর প্রস্তাব তাঁকেই দেওয়া হয়। এদিকে, সমস্ত দাবি মেনেও নেন ওই যুবক সন্তানের বাবা হওয়ার আনন্দে।

এই ভিডিওটিই এখন প্রচন্ড ভাবে ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। জানা গিয়েছে, বাংলাদেশের কোনো একটি এলাকার ভিডিওটি। প্রায় ১০ লক্ষ জন ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। পাশাপাশি, লাইকের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এদিকে, নিজেদের ভাইদের সাথে যে সন্তান নিয়ে এহেন বাকবিতন্ডা হতে পারে তা কল্পনাও করতে পারেন নি কেউই। সর্বোপরি, নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা ভিডিওটি দেখে।

Related posts

বিয়ের পর জানতে পেরেছেন স্ত্রীর পুরুষাঙ্গ আছে! বিচার চাইতে আদালতে গেলেন স্বামী

News Desk

আর্থিক সমস্যা দুর করতে ‘মানি প্ল্যান্ট’ বাড়ির কোন দিকে রাখা শুভ! আর কোন দিকে রাখতে নেই, জানুন!

News Desk

সারা শরীরে কালি, মাথায় শিং! অদ্ভুত এই মানুষটিকে দেখলে আপনিও ভিনগ্রহী ভাবতে বাধ্য

News Desk