Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

জঙ্গলে বন্য প্রাণীর সঙ্গে জঘন্য কাজে লিপ্ত হলেন অবৈধ পশু শিকারীরা! গ্রেফতার ৩

শিকার করতে গিয়েছিলেন জঙ্গলে। কিন্তু সেখানে গিয়ে যে কাজে লিপ্ত হলেন সেটি শিকারের থেকেও কম অপরাধ কিছু নয়। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটা কি? সম্প্রতি মহারাষ্ট্রের সহ্যাদ্রি টাইগার প্রজেক্টে কিছু যুবকের দ্বারা একটি বন্য প্রাণীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যে প্রাণীটিকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তার নাম টিকটিকি ঘোরপ্যাড। এ ঘটনায় অনেককে আটক করেছে বন দফতরের দল। অভিযুক্তরা সবাই বনে শিকারে গিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, পশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তরা অনুমতি ছাড়াই বনে শিকারে গিয়েছিল। অভিযুক্ত শিকারী সন্দীপ তুকারাম, পাওয়ার মঙ্গেশ, জনার্দন কামদেকর, অক্ষয় সুনীল কামতেকরকে পশু কে ধর্ষণের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে।

মোবাইলে রেকর্ড করা একটি ভিডিও থেকে বন দফতরের আধিকারিকরা এই ঘটনার তথ্য পান। তথ্য অনুযায়ী, সহ্যাদ্রি ব্যাঘ্র প্রকল্পের চান্দৌলি জঙ্গলে শিকার করতে গিয়েছিল তিন শিকারি। সন্দেহভাজনদের হেফাজতে নেওয়ার পর, আইপিসির কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে, তা নিয়ে বন দফতরের আধিকারিকরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। প্রসঙ্গত ভারতের পশু পাখির সাথে যৌনতামূলক আচরণ বিরোধী আইন আছে।

বাঘের সংখ্যা গণনার জন্য স্থাপিত ট্র্যাকার ক্যামেরায় এসব শিকারির কর্মকাণ্ড ধরা পড়লে তাদের হেফাজতে নেওয়া হয়। জানিয়ে রাখা যাক, সহ্যাদ্রি টাইগার প্রজেক্টের জন্য লাগানো ট্র্যাকার ক্যামেরায় ৩১ মার্চ অস্ত্রসহ তিন শিকারী কে বনে প্রবেশ করতে দেখা যায়।

এই ভিডিওটি সামনে আসার পরে, আধিকারিকরা একটি বিশেষ দল তৈরি করেন এবং গোপন তথ্যের ভিত্তিতে রত্নাগিরির সঙ্গমেশ্বর তহসিল থেকে অভিযুক্ত দুইজনকে আটক করা হয় তৎপরতার সাথে।

অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা মোবাইলটি ফরেস্ট অফিসার তদন্ত করলে সেটিতে ভিডিও সামনে আসে যেখানে অভিযুক্তরা টিকটিকি ঘোরপদীর সঙ্গে বিকৃত কামে লিপ্ত হয়ে তাকে ধর্ষণ করছে। কর্মকর্তারা অভিযুক্তকে ধর্ষণের পর ভিকটিম প্রাণীটি বেঁচে আছে কি না জানতে চাইলে অভিযুক্তরা সেই বিষয় কোন তথ্য দিতে পারেনি বলেই খবর। ঘটনার তদন্ত করে দেখছেন পুলিশ কর্তৃপক্ষ।

Related posts

১০ মিনিটে চো চো করে শেষ দেড় লিটার কোল্ডড্রিঙ্কস! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২২ বছরের যুবক

News Desk

প্রয়াত কিংবদন্তি দিলীপ কুমার। জেনে নিন তার পাকিস্তানে ইউসুফ খান থেকে বলিউডে স্টার হয়ে ওঠার কাহিনী

News Desk

অতিমারির মধ্যেই দল বেঁধে হোটেলে পার্টি, মদের ফোয়ারা, শিলিগুড়িতে আটক ৪১

News Desk