Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা মহামারী শুরু হওয়ার প্রায় ২ বছর পর বড়সড় পতন দেশের কোভিড গ্রাফে!

দেশের দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ আবারও নিম্নমুখী। কোভিডের চতুর্থ ঢেউ আসার আগেই এমন উন্নতিতে সাধারণ মানুষ থেকে চিকিৎসক, বিশেষজ্ঞ সকলেই নিশ্চিন্ত। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট দেখলে আরও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ প্রায় হাজারের নীচে চলে এল। বিশেষজ্ঞদের মতে প্রায় দুবছর পর দেশের করোনা সংক্রমণের সংখ্যা এতটা কমলো! করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের গত ২৪ ঘণ্টায়। যদিও করোনা থেকে শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩১৬ জন। এই মুহূর্তে ০. ২৯ শতাংশ পজিটিভিটি রেট।

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন দেখলেই বোঝা যাবে, একধাপে কতটা উন্নতি হয়েছে দেশের কোভিড গ্রাফের। এই মুহূর্তে ১২,৫৯৭ অ্যাকটিভ কেস (Active Cases)। পরিসংখ্যান অনুযায়ী,দেশের করোনা অ্যাকটিভ কেস বছর ২ পর নামল ১৩ হাজারের নিচে। মোট ৫,২১,৩৫৮ জন কোভিডের কারণে প্রাণ হারিয়েছেন।

দেশে উঠে গিয়েছে কোভিডবিধি ১ এপ্রিল থেকে। কেন্দ্র থেকে দেশের বেশ কিছু রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা বিধি তুলে দেওয়ার। আর এই সিদ্ধান্ত যে কোনও বিবেচনাহীন সিদ্ধান্ত নয় তা সপ্তাহের প্রথম দিনের সংক্রমণের হার দেখলেই বোঝা যাচ্ছে। করোনার নয়া স্ট্রেন বিশ্বকে চোখ রাঙাচ্ছে একদিকে। বেশ চিন্তায় ফেলেছে চিন, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের পরিস্থিতি।

এদিকে ICMR এর তরফ থেকে করোনার চতুর্থ ঢেউয়ের কারণে বুস্টার ডোজ দেওয়ার কথা জানানো হয়েছে। কবে থেকে শুরু হবে তা জানা যায়নি। কম বয়সী থেকে বয়স্ক প্রত্যেককে টিকা ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এরমধ্যেই ভ্যাকসিনের (Corona vaccine) ১,৮৪,৭০,৮৩,২৭৯ ডোজ দেওয়া হয়ে গিয়েছে। নতুন নির্দেশিকা দিয়েছে WHO. কোভ্যাক্সিন নিয়ে নতুন ব্যাচের টিকা তৈরী করবে ভারত বায়োটেক।

Related posts

৬ বছরের নিখোঁজ শিশুকে পরদিনই বাড়িতে নিয়ে এল এক ব্যাক্তি! প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য

News Desk

শশুড়বাড়ির সামনেই নিজের পাঁচ বছরের সন্তান নিয়ে ধর্নায় গৃহবধূ! দাবী কি?

News Desk

ভেবে দেখেছেন !! পাবলিক প্লেসে টয়লেটের দরজার নিচে কেন ফাঁকা রাখা হয় ?

News Desk