Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ওমিক্রনে আগামী ৫ মাসে ২৫ থেকে ৭৫ হাজার মানুষ প্রাণ হারাতে পারে, সতর্কবার্তা ব্রিটিশ বিজ্ঞানীদের

যতদিন যাচ্ছে ওমিক্রন স্ট্রেনের আতঙ্ক সারা বিশ্বে ততই বাড়ছে। ব্রিটানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে নিজের মতামত পেশ করেছেন এবং জানিয়েছেন যে ওমিক্রন স্ট্রেন টি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও সংক্রামক হতে পারে। আগামী জানুয়ারি মাসেই সে দেশে ভয়ানক রূপ নিতে পারে বলে মোট ব্রিটিশ বিজ্ঞানীদের। বিরাটাকার রূপ ধারণ করতে পারে ওমিক্রন সামনের মাসে বলে অনুমান করা হচ্ছে। ওমিক্রন এর কারণে সামনের পাঁচ বছরে প্রায় ২৫ থেকে ৭৫হাজার মানুষের প্রাণ যেতে পারে বলে অনুমান। ব্রিটেন সরকার তাই কঠোরতম বিধি আনতে চলেছে আগামী দিনে।

শনিবার একটি মডেলিং প্রকাশিত হয়েছে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনে। ওই মডেলিংয়ে যা বোঝানো যাচ্ছে তা হলে ,জানুয়ারিতে বড়সড় সংক্রমণের ঢেউ দেখা দিতে পারে দেশে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা না নেওয়া হলে এবং প্রায় ৭৫ হাজারের মতো মানুষ মারা যেতে পারে বলে অনুমান। এক সংবাদ মাধ্যমের রিপোর্টে এ কথা জানা গিয়েছে। ব্রিটিশ বিজ্ঞানীরা শনিবার কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষে সওয়াল করেছেন কোভিড ১৯ জনিত হাসপাতালে ভর্তি ও মৃত্যু এড়াতে।

কী সতর্কবার্তা দেওয়া হয়েছে নয়া গবেষণায়?

 এই গবেষণা অনুসারে সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে , ভাইরাস আক্রান্ত  প্রায় পাঁচ লক্ষ মানুষকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে আগামী এপ্রিলের শেষের মধ্যে। এর আগে চলতি বছরের গত জানুয়ারির সর্বাধিক সংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে দৈনিক হাসপাতালে ভর্তির সংখ্যা। এই বিজ্ঞানীরা ব্রিটিশ সরকারের পরামর্শ দিয়ে সাহায্য করেন। অবশ্য সমস্তরে তাঁদের এই গবেষণা পর্যালোচনা হয়নি। তবে গবেষণায় বলা হয়েছে, করোনার এই নয়া ভ্যারিয়েন্ট কতটা ভ্যাকসিন সংক্রান্ত সুরক্ষা এড়াতে পারছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী করতে পারবে কার্যকরী বুস্টার ডোজ, আক্রান্তের সংখ্যা তার ওপর নির্ভর করবে। এখনও পর্যন্ত এই দুটি বিষয়ই স্পষ্ট নয়।

Related posts

পুত্র সন্তানই চাই! ওঝার পরামর্শে নিজের মাথায় পেরেক পুঁতলেন অন্তঃসত্ত্বা!

News Desk

শুরু হয়েছে পৌষ মাস! পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এই মাসে নিয়ম মেনে পুজো করুন এই দেবতার

News Desk

কাকে বানাবে বয়ফ্রেণ্ড? তরুণী টিন্ডার থেকে ডেকে পাঠালেন ৬ জন যুবক কে! তারপর যা হলো…

News Desk