করোনা কাঁটা এবার বাঁধ সাধছে আফগানিস্তান থেকে শরণার্থীদের উদ্ধার করে আনার মিশনেও। গত মঙ্গলবার ভারতে অবতরণকারী আফগানিস্তান থেকে আসা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। এনাদের মধ্যে তিনজন আফগান শিখও আছেন যারা তালিবানের (Taliban) হাত থেকে বাঁচাতে কাবুল থেকে গুরুগ্রন্থ সাহেব স্বরূপ নিয়ে এসেছিলেন এবং দিল্লি বিমানবন্দরে। করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এছাড়া প্রচুর সংখ্যক মানুষ দিল্লি বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ধর্মগ্রন্থ ছুঁয়ে দেখার জন্য। এদের প্রত্যেককে কোয়ারেন্টাইন করার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
সরকারী নির্দেশিকা অনুসারে, সমস্ত করোনা আক্রান্তকেই কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। উল্লেখ্য এদের মধ্যে কেউই এখন পর্যন্ত ভাইরাসের কোন উপসর্গ দেখায়নি। যদিও প্রত্যেককে পৃথকীকরণ করা হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কাবুল থেকে ভারতীয় বায়ু সেনার বিমান এসে পৌঁছানোর পর প্রত্যেকের করোনা পরীক্ষাগুলি করা হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বিজেপির জাতীয় মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ধর্মেন্দ্র সিংহ, কুলরাজ সিং এবং হিম্মত সিং – এই তিনজন – যারা শিখ ধর্মের মূল ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবের স্বরূপ আফগানিস্তান থেকে নিয়ে এসেছিলেন এরা প্রত্যেকেই করোনা আক্রান্ত।
প্রসঙ্গত এই বিমানে ৪৬ জন আফগান শিখ ও হিন্দু সহ people জন মানুষ মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুশানবে হয়ে কাবুল থেকে দিল্লিতে উড়ে এসেছিলেন এবং শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবের তিনটি ভাগ সহ মঙ্গলবার। সূত্র অনুযায়ী গুরু গ্রন্থ সাহেবের এই তিনটি ভাগ দিল্লীর নিউ মহাবীর নগরের গুরু অর্জুন দেব জি গুরুদুয়ারায় নিয়ে যাওয়া হবে।
হরদীপ সিং পুরী ছাড়াও, কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরনও শিখ ধর্মগ্রন্থ গুরুগ্রন্থ সাহেব স্বরূপের তিনটি ভাগ এবং আফগান শিখদের ভারতে সাদর অভ্যর্থনাভরে গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। হরদীপ সিং পুরীকে দেখাও যায় মাথায় করে গুরুগ্রন্থ সাহেব নিয়ে দিল্লী বিমান বন্দরের টানেল থেকে বেরিয়ে আসতে।
তালিবানি অত্যাচারের সন্মুখীন আবারও আফগানবাসী। সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের পাশাপাশি আফগান হিন্দু ও শিখ সংখ্যালঘু নাগরিকদেরও নিরাপদে ভারতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান গ্লোব মাস্টার ব্যাবহার করে একে একে ব্যাচ করে ফেরানো হচ্ছে তাঁদের। এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে মোট ৬২৬ জনকে ভারতে সফল ভাবে নিয়ে আসা হয়েছে। যাঁদের মধ্যে মোট ২২৮ জন ভারতীয় নাগরিক। এবং ৭৭জন আফগান শিখ শরণার্থী। এর বাইরে আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে কর্মরতদেরও সুরক্ষিত ভাবে নিয়ে আসা হচ্ছে। কিন্তু করোনা হানায় এই অপারেশনের গতি শ্লথ না হয়ে যায় সেটাই উদ্বেগের।