Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এয়ারপোর্টে অবতরণকারী বিমানের ১৭৯ জন যাত্রীর মধ্যে ১২৫ই করোনা পজিটিভ, চাঞ্চল্য বিমানবন্দরে

সারাবিশ্বে আবারো করোনার ত্রাস ছড়িয়ে পড়েছে। এরমধ্যে পাঞ্জাবের অমৃতসর বিমান বন্দরে ইতালি থেকে এক আন্তর্জাতিক চার্টার্ড বিমান পৌছালো যার ১২৫ জন যাত্রীর শরীরে ধরা পড়ল করোনা (Coronavirus) সংক্রমণ। এদের মধ্যে প্রত্যেককেই আইসোলেশনে রাখা হবে। এই নিয়ে যাত্রীদের সাথে পুলিশ ও বিমানবন্দর কর্মীদের বচসা বেধে যায়। 

জানা গিয়েছে, তাঁরা ইটালি থেকে বিমানে ওঠার আগে যখন পরীক্ষা হয়েছিল তখন তাঁদের রিপোর্ট কোভিড নেগেটিভ ছিল বলেই বিমানটির যাত্রীদের দাবি। কী করে ভারতে পৌঁছে তাঁদের পরীক্ষার ফল পজিটিভ হয়ে গেল তাঁরা তা বুঝতে পারছেন না। বচসার সূত্রপাত এই নিয়েই। যাত্রীদের বাধা দেয় পুলিশ সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে।

সংক্রমিত যাত্রীদের আইসোলেশনে রাখা হবে বলে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে। তবে এখনও জানা যায়নি তাঁদের হোম আইসোলেশন নাকি কোনও আইসোলেশন সেন্টারে রাখা হবে। মোট ১৭৯ জন যাত্রী ছিলেন বিমানটিতে বলে জানা গিয়েছে। সেটি অমৃতসরে নামে বৃহস্পতিবার দুপুর ১.৩০ নাগাদ। যান্ত্রিক ত্রুটির জন্য মাঝখানে জর্জিয়ায় থেমেছিল বিমানটি। সংক্রমণসেখান থেকেই ছড়িয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত ভারতে ১,১৭,১০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। যা ২৮.৮ শতাংশ বেশি বৃহস্পতিবারের তুলনায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ৪৯৫ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে বৃহস্পতিবার পর্যন্ত। এটাই ওমিক্রন সংক্রমণের সবচেয়ে বড় ‘লাফ’ দেশে এক দিনে। করোনাভাইরাসের নতুন রূপের মোট সংক্রমণের সংখ্যা দেশে ২৬৩০। বর্তমানে শীর্ষে মহারাষ্ট্র মোট ওমিক্রন কেসের তালিকায়। মোট ৭৯৭ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত সেরাজ্যে। তালিকায় তারপরেই যথাক্রমে আছে দিল্লি (৪৬৫), রাজস্থান (২৩৬), কেরল (২৩৪), কর্ণাটক (২২৬), গুজরাত (২০৪) এবং তামিলনাড়ু (১২১)।

Related posts

ভারতের এই গ্রামে জুতো-চপ্পল পড়তে পারে না মানুষ! হাতে নিয়ে হাঁটতে হয়, কেন জানেন?

News Desk

কলকাতার এই বাজারে ভীষণ সস্তায় মিলছে খাসির মাংস!

News Desk

বাবা মারা যাওয়ায় কাজ খুঁজছিল তরুণী! ফেসবুকে চাকরির কথা শুনে গিয়ে হল ভয়াবহ অভিজ্ঞতা

News Desk