জন্মদিন নিয়ে অনেকের বিভিন্ন রকম পরিকল্পনা থাকে, বিশেষ করে চমকে দেওয়ার পরিকল্পনাই যেন বেশি থাকে। আর এই পরিকল্পনার পেছনে বেশিরভাগ ক্ষেত্রে সব থেকে খুব কাছের মানুষের বা নিকট আত্মীয়ের হাত থাকে। অবশ্য অনেকেই এই দিনটিকে অন্য কোনো রকম বিশেষ ভাবে কাটাতে কোথাও বেড়াতে যান। আবার অনেকেই বন্ধুদের সাথে কাটাতে চান। কিন্তু জন্মদিনের দিন কেউ নিজের হাতে পুলিশের হাতকরা দেখতে চান, এমনটা মনে হয় সত্যিই প্রথমবার ঘটলো বা জানা গেলো। বিষয়টা কি?
জিন বিকেন্টন নামক মহিলা অস্ট্রেলিয়ার বাসিন্দা। জীবনের ৯৯টি বসন্ত পার করে ১০০ বছরে পা রেখেছেন তিনি। নিজের শতবর্ষ পূরণের দিনটি স্বরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি। জিন বহুদিন ধরে চেয়েছিলেন যে তাকে কোনো কারণে পুলিশ গ্রেফতার করবে। বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য আর কি! আর এই ইচ্ছা পূরণের দিন হিসেবে নিজের জন্মদিন টাকেই বেছে নিতে চেয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন স্থানীয় একটি পার্কে। এমন করে পরিকল্পনা সাজানো হয়, পুলিশ অনুষ্ঠান চলাকালীন সাইরেন বাজিয়ে উপস্থিত হবে। তারপর তাকে সেখানে জন্মদিনের অনুষ্ঠান করতে বাধা দেওয়া হবে। এরপর তারা জিন কে হাতে হাতকরা পরিয়ে গ্রেফতার করা হবে, এমনটাই কথা হয়েও ছিল পুলিশের সাথে।
যেমন পরিকল্পনা করা ছিল ঠিক তেমনই জন্মদিনের অনুষ্ঠান শুরু হয় নির্দিষ্ট সময়ে। পুলিশের সাইরেন যথা সময়ে শোনা যায়। জিন তৈরি ছিলেন মনে মনে। পুলিশ এসে ‘বার্থডে গার্ল’ কে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে। হুইলচেয়ারে বসে পুলিশকর্মীদের সঙ্গে নাটকীয় গ্রেফতারির পর ছবিও তোলেন জিন। জিনের এমন আজব শখের কাহিনি ও ছবি নেটমাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ১০০ বছরের জন্মদিনে জিনকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।