Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রেমিককে সাথে নিয়ে পালিয়েছেন স্ত্রী, অভিযোগ নিয়ে থানায় উপস্থিত দুই স্বামী!

বিবাহিত মহিলা বা পুরুষের পরকীয়া এবং তা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা অনেক শোনা যায়। তবে এক মহিলা তাঁর দুই স্বামীকে ধোঁকা দিয়ে তৃতীয় প্রেমিকের সাথে পালিয়ে গেছেন। এদিকে স্ত্রী পালিয়ে যাওয়ার পর তাঁর খোঁজে একই থানায় গিয়ে দেখা প্রথম এবং দ্বিতীয় স্বামীর! মহারাষ্ট্রের নাগপুরে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর , প্রথম পক্ষের বিয়ের দুই সন্তান রয়েছে ওই মহিলার। প্রেম ঘটিত বিয়ে হয়েছিল ওই মহিলার চার বছর আগে। কিন্তু খুব বেশিদিন টেকেনি সে সম্পর্ক। কয়েকদিনের মধ্যেই এক নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। আর তারপরই স্বামী সন্তান রেখেই পালিয়ে যান ওই মহিলা। এরপর মন্দিরে বিয়েও করেন। যদিও সে সম্পর্কও থেকে বছর দুয়েকের বেশি।

সম্প্রতি দ্বিতীয় স্বামীকেও ধোঁকা দিয়ে পালিয়ে যায় ওই মহিলা অন্য এক পুরুষের সাথে। পুলিশ জানিয়েছে যে , ওই মহিলার এই তৃতীয় প্রেমিকের সাথে নেটমাধ্যমে পরিচয় হয়েছিল। আর তা গভীরতা এতটাই হয় যে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। আর তারপরই তৃতীয় এই পুরুষের হাত ধরে দ্বিতীয় স্বামীর ঘরও ছাড়েন তিনি।

পুলিশ আরও বলেছে যে , মহিলার প্রথম বিয়ে হয় যার সাথে তিনি পেশায় এক জন রাজমিস্ত্রি, অপটিক ফাইবার সংস্থায় দ্বিতীয় জন কর্মরত। যদিও এখনও তৃতীয় জন সম্পর্কে কোনও খোঁজ পাওয়া যায়নি। স্ত্রীর কোনও খোঁজ না মেলায় প্রথম স্বামী পুলিশের দ্বারস্থ হন। ঘটনাচক্রে, একদম সে সময় মহিলার দ্বিতীয় স্বামী একই থানায় হাজির হন। একই মহিলার নাম শুনে দুই ব্যক্তির মুখে হতবাক হয়ে যান পুলিশকর্মীরাও। আসল বিষয়টি তখন প্রকাশ্যে আসে।

Related posts

ভারতের এই ৫ জায়গায় গঙ্গা সবচেয়ে নির্মল! নোংরা হয়না, দূষণ স্পর্শ করতে পারে না গঙ্গার জলকে

News Desk

অনলাইনে প্রেম করে সটান বিয়ে! ৬ মাসের মধ্যেই বিপত্তি! স্বামীর ছবি হাতে রাস্তায় ঘুরছেন তরুণী

News Desk

৪ বছরের প্রেম শিম্পাঞ্জির সঙ্গে! জানাজানি হতেই চিড়িয়াখানায় ঢোকা নিষিদ্ধ হল মহিলার

News Desk