Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভয়াবহ! চলন্ত ট্রাক্টরের চাকার সামনে একরত্তি শিশুকে ছুঁড়ে দিলেন মা! কেন করলেন এমন কাজ?

হাড়হিম করা দৃশ্য বললেও কম বলা হয়। যে মায়ের কোল শিশুর জন্য সবচেয়ে নিরাপদ স্থান সেই মা নাকি একরত্তি শিশুকে ছুড়ে মারল ছুটে আসা ট্রাক্টরের সামনে। এই হারহিম করা দৃশ্য দেখে যেন বিশ্বাস করা শক্ত যে জমি বিবাদ ঘিরে এমন ঘটনা ঘটতে পারে। সম্প্রতি ইন্টারনেটে সামনে আসছে একটি ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা একরত্তি শিশু কন্যাকে চলন্ত ট্রাক্টরের চাকার আগে শুয়ে রাখেন। অবশ্য শেষ রক্ষা হয়েছে, ট্রাক্টরটি থেমে গেছে। নানা সূত্র অনুযায়ী খবর ওই জমিতে চাষ করা নিয়ে বিবাদ তাই ট্রাক্টর চালানো বন্ধ করতেই ওই মহিলা এমন কান্ড ঘটিয়েছেন।

ঘটনাটি উত্তর প্রদেশের গোন্ডা জেলার লালেমাউ গ্রামের। কর্ণাইলগঞ্জ কোতয়ালীতে অভিযোগ দায়ের করেছেন এখানে বসবাসকারী দান বাহাদুর সিং। যেখানে বলা হয়েছে তারা চার ভাই, সবাই জমির সমান সমান ভাগ পেয়েছেন। প্রত্যেকের তার নিজের অংশের জমির উপর নিয়ন্ত্রণও রয়েছে। তিনি তার ক্ষেত লাঙ্গল করতে একটি ট্রাক্টর নিয়ে মাঠে পৌঁছেছিলেন, এরই মধ্যে তার ভাইয়ের স্ত্রী তার শিশু সন্তানকে নিয়ে সেখানে পৌঁছন এবং ট্রাক্টরের সামনে ওই শিশু কন্যাকে শুইয়ে দিয়ে ওই জমিতে চাষের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন। এর আগে পঞ্চায়েতের উপস্থিতিতে চার ভাইয়ের জমি ভাগাভাগি হয়েছিল। তবুও তার ভাই এর স্ত্রীর তার জমিতে চাষের কাজে বাধা দিচ্ছেন।

কর্ণাইলগঞ্জ থানার ইনচার্জ পরিদর্শক সুধীর কুমার সিং জানান, বিষয়টি নজরে এসেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একইসঙ্গে পুলিশের কাছে ন্যায়বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানিয়েছেন।

Related posts

৫১ বছর বয়সী মা চাকরি ছেড়ে যোগ দিলেন অ্যাডাল্ট সাইটে! দেখাদেখি মেয়ে যা করে বসলো

News Desk

বনগাঁয় প্রকাশ্য মঞ্চে মেলা কমিটির অনুষ্ঠানে উদ্দাম নৃত্য অর্ধনগ্ন নর্তকীদের, ভাইরাল হল ভিডিও

News Desk

কেন পালন করা হয় নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসব! জেনে নিন রাস পূর্ণিমার মাহাত্ম্য ও ইতিহাস

News Desk