Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শরীরের কোথায় তিল থাকলে কি হয়? তিলের অবস্থানই বলে দেবে আপনার ভাগ্য! জেনে নিন

শরীরের নানান অংশে তিলের উপস্থিতি, তিলের রং, তিলের আকৃতি প্রকৃতি ইত্যাদি দেখে আমরা আমাদের ভাগ্য আর জীবন কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে ধারণা করতে পারি। শরীরে তিলের উপস্থিতি নিয়ে জ্যোতিষ গবেষণা নতুন নয়৷ অনেকে হয়ত এই তত্ত্বে বিশ্বাসী নয়, আবার অনেকেই কিন্তু জ্যোতিষ বিজ্ঞানে বিশ্বাস করেন। তিল শুধু শরীরে উপস্থিত হয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয়, বরং শরীরে উপস্থিত তিল দেখে আমরা ভবিষ্যত্‍‌ সম্পর্কেও জানতে পারি। জ্যোতিষ অনুযায়ী শরীরে বিভিন্ন জায়গায় তিলের উপস্থিতির গুরুত্ব ভিন্ন৷ কোনও জায়গায় তিলের উপস্থিতি শুভ৷ আবার কোথাও হয়ত না। এমনকি খনার বচনেও জ্যোতিষ আর তিলতত্ত্বের উল্লেখ রয়েছে৷ তিলের উপস্থিত কি জানান দেয় জেনে নেওয়া যাক বিস্তারিত৷

ডান দিকে বা বাম দিকে তিল:

পুরুষের শরীরে ডান দিকে তিল থাকা এবং মহিলাদের শরীরে বাঁ দিকে তিল থাকা শুভ।

ঠোঁটের উপরে বা নিচে তিল:

কোনো ব্যাক্তির ঠোঁটের উপরে তিল থাকলে সে মানুষ একটু বেশি কথাবার্তা বলতে ও খাওয়া দাওয়া করতে বেশ ভালবাসেন। তবে পাশাপাশি বলা হয় ঠোঁটে তিল থাকলে এঁদের যৌনইচ্ছে প্রবল হয়৷ এই সব মানুষেরা একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন।

ভ্রু তে তিল:

কোনো ব্যাক্তির যদি দেখেন ভ্রু-তে তিল উপস্থিত তাহলে তার উপর দাম্পত্য জীবন অনেকটাই নির্ভর করে৷ ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন সুখের হয়৷ বাঁ ভ্রুতে তিল থাকলে দাম্পত্য অশান্তির সম্ভাবনা দেখা দেয়৷ তবে ভ্রু-তে তিল থাকলে সেই সব ব্যাক্তিরা প্রায়ই ভ্রমণ করেন৷

তিলের সংখ্যা:

কোনও ব্যক্তির শরীরে যদি ১২টি পর্যন্ত তিল থাকে তাহলে তা শুভ বলে মনে করা। এর বেশি তিল উপস্থিত থাকলে তা অশুভ বলে মনে করা হয়৷ ১২টির বেশী তিল থাকলে সেই সব ব্যাক্তিদের জীবনে সুখ-শান্তির অভাব দেখা দেয়৷ জীবনের পদে পদে অর্থকষ্টে পড়তে হয়৷

পায়ে তিল:

ডান পায়ের উরুর অংশে তিল থাকলে সেই ব্যক্তি জীবনে সফলতা পাবেন। আর বাঁ পায়ে থাকলে কাজেরসূত্রে বিদেশ ভ্রমণ করবেন।

কাঁধে তিল:

কাঁধে তিল থাকলে এর অর্থ জীবনে স্বামী বা স্ত্রী দুই পক্ষই ভালবাসা ও একে ওপরের জন্য সমান।

মাথায় তিল:

যে সকল জাতক-জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী আর মহান প্রকৃতির হয়।

নাকে তিল:

নাকের মাঝখানে যদি তিল উপস্থিত থাকে তাহলে জাতক জাতিকারা বেশ শান্ত ও ধীর স্থির প্রকৃতির। নাকের ডান দিকে যদি তিল উপস্থিত থাকে সেই জাতক সৌভাগ্যবাণ হয়ে থাকে। নাকের বা দিকে তিল থাকলে সেই জাতক হয় হতভাগ্য।

হাঁটুতে তিল:

ডান হাঁটুতে তিল উপস্থিত থাকলে সাংসারিক জীবন সুখী হয়। বাঁ হাঁটুতে তিল যদি তিল থাকে তাহলে দাম্পত্য জীবন দুঃখময় হয়।

Related posts

লটারিতে ৪০ লক্ষ টাকা পেতে ১৭ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত! মর্মান্তিক পরিণতির শিকার প্রৌঢ়

News Desk

মেয়েকে পুলিশ বানাতে চাইতেন! এমন কি হলো যে মা মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন?

News Desk

‘সরি, আপনি কে’- হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে আসা এমন মেসেজেই লুকিয়ে আছে মারাত্মক বিপদ

News Desk