হস্তমৈথুন যদি আপনি করেও থাকেন সেটা সবার সামনে স্বীকার না করলেও চলবে। যদিও খুব সাবধান থাকতে হবে আপনাকে কারণ আপনি যে হাত দিয়ে হস্তমৈথুন করছেন সেই হাত গর্ভবতী হয়েছে যেতে পারে! অবশ্য তার জন্য আপনার অপেক্ষা করে লাভ নেই! মৃত্যুর পরেই তা সম্ভব হবে। অর্থাৎ মৃত্যুর পরও শান্তি দেবেনা হস্তমৈথুন।
যদিও এই কথা যুক্তিযুক্ত কতটা সে ব্যাপারে সন্দেহ থেকেই যায় কারণ এটা কোনও সংবাদ মাধ্যম বা ডাক্তার বলছেন না। এই সময় ডিজিটালের প্রতিবেদন থেকে পাওয়া এই খবরে এই কথা যিনি বলেছেন, তিনি মুজাহিদ জিহাদ হান, তুরস্কের ইসলামী ধর্ম প্রচারক। অনেকেই ভাবছেন যে হাত যদি গর্ভবতী হয়েও যায় কি আর এমন হবে, হস্তমৈথুন থামিয়ে লাভ নেই। সে ব্যাপারেও সাবধান করেছেন হান। ঠিক কী জানিয়েছেন তিনি? দুই হাত গর্ভবতী হওয়ার পর তারা তাদের অধিকারও দাবী করবে।
হুরিয়ত ডেইলি নিউজের খবর, কেউ একজন হানকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে জিজ্ঞেস করেন, তিনি মাঝেমধ্যেই হস্তমৈথুন করেন বিবাহিত হলেও। এমনকী ছেদ পড়ে না উমরাহ চলার সময়েও। কি অপরাধ এটা? হান ইসলামের উল্লেখ করে জবাবে বলেন, হস্তমৈথুন ‘হারাম’। সেসময়ই তিনি এই কথা জানান , কেউ নিজের হাত দিয়ে মৈথুন করলে, মৃত্যুর পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সেই হাতের তেলো। তুরস্কের ওই ইসলামী প্রচারকের দাবি, এটা মহম্মদ নাকি বলে গিয়েছেন। অবিবাহিত যাঁরা হস্তমৈথুনে অভ্যস্ত, তাঁদের হান বিয়ে করার পরামর্শ দেন।
কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্পূর্ন অন্য কথা বলেন। তারা জানিয়েছেন যে একাধিক শারীরিক উপকারিতার দিক রয়েছে হস্তমৈথুনের। মন প্রফুল্ল রাখে, প্রস্টেট সুস্থ রাখে, ক্লান্তি কমায়, ভালো ঘুমের সহায়ক হয়, এমনকি রোগপ্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে নিয়মিত হস্তমৈথুন।
তবে যদি যৌনাঙ্গের ত্বক এই অভ্যাসের বশে আহত হয়, যৌনাঙ্গে ব্যথা হয়, তখনও এই নেশা থেকে নিজেকে বিরত রাখা খুব কঠিন কাজ হয়ে পড়ে।