Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভয়াবহ দৃশ্য সিসিটিভি ফুটেজে! ট্রেনের তলায় স্ত্রী, এদিকে দুই সন্তানকে নিয়ে পালাচ্ছে স্বামী

সিসিটিভি না দেখলে বিশ্বাসই হবে না যে এমনটা ঘটতে পারে! রেল স্টেশনে ঘুমিয়ে থাকা স্ত্রীকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়ার মত বিভৎস ঘটনা ঘটলো৷ অপরদিক থেকে ছুটে আসা ট্রেন যখন তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তখন স্বামী তার দুই সন্তানকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালালো৷ অনেকটাই সিনেমার চিত্রনাট্যের মতো লাগলেও এই ঘটনাটি বাস্তবে ঘটেছে মহারাষ্ট্রের ভাসাই রেল স্টেশনে। এই ভয়ঙ্কর ঘটনা দেখে হতচকিত সেখানকার রেলকর্মীরাও! প্রবল উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

ভাসাই রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লাগানো এক সিসিটিভি ক্যামেরায় ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনার ফুটেজ ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি প্লাটফর্মে ঘুমিয়ে থাকা স্ত্রীকে আধ ঘুমন্ত অবস্থায় তুলে রেল লাইনের মধ্যে ফেলে দিলেন!

এদিকে পেছন দিক থেকে তখন তীব্র বেগে ছুটে আসছে এক দ্রুতগতির এক ট্রেন। ওই মেল ট্রেনের সামনে নিজের স্ত্রীকে কোনো দ্বিধা ছাড়াই ধাক্কা মেরে ফেলে দেন স্বামী। এরপর নিজের দুই সন্তানকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন তিনি। অপরদিকে স্ত্রী সেই সময় ট্রেনের তলায়।

এই ঘটনা প্রসঙ্গে ভাসাই পুলিশের বক্তব্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে সোমবার দিন ভোর ৪টে নাগাদ এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। এক দম্পতি তাঁদের সন্তানদের নিয়ে গতকাল বিকেল থেকেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বসে ছিলেন। রাত বাড়লে তারা সেখানেই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টের দিকে, তাঁর ঘুমন্ত স্ত্রীকে তুলে আধ ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তি অবধ এক্সপ্রেসের সামনে লাইনে ধাক্কা মেরে ফেলে দেয়। ভাসাই রেল পুলিশের বক্তব্য যে , ওই অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করার পর প্রথমে দাদারে যায় এবং সেখান থেকে চলে যায় কল্যাণে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে। এখনো অবধি ওই ব্যক্তি ও তার স্ত্রীয়ের ব্যাপারে কোনও তথ্য জানা যায়নি। কিন্তু নির্বিকার চিত্তে ঘটিয়ে ফেলা এই বিভৎস খুনের ঘটনা সকলকে হতবাক করে দিয়েছে বটে।

Related posts

মাকে অন্য ব্যাক্তির সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল শিশু! পরিণতি ভয়াবহ

News Desk

চোখ দিয়েই এক্স রে করতে সক্ষম রহস্যময় এই মহিলা! ডিসকভারি এর উপরে বানিয়েছে তথ্যচিত্র

News Desk

করোনা ভ্যাকসিনের জন্য আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে কিভাবে রেজিস্টার করবেন? জেনে নিন পদ্ধতি

News Desk