Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সরছেন অভিষেক বন্দোপাধ্যায় , কে হলেন তৃনমূল কংগ্রেসের নতুন যুব সভাপতি

রদবদল তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে। তৃনমূল কংগ্রেসের যুব সভাপতির পদ থেকে সরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দলের যুব সভাপতি কে হতে চলেছেন?

জানা যাচ্ছে তৃনমূলের নতুন যুব সভাপতি হতে চলেছেন আসানসোল দক্ষিণের হয়ে গত নির্বাচনে তৃনমূল কংগ্রেসের পার্থী সায়নী ঘোষ। এমনটাই খবর তৃণমূল সূত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তৃনমূলের সর্বভারতীয় নেতার স্তরে উন্নীত করা হল। মুকুল রায়ের ছেড়ে যাওয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষিক্ত হলেন তিনি এবার। তাঁর জায়গায় অভিষিক্ত হচ্ছেন তাজা মুখ সায়নী।

সরছেন অভিষেক বন্দোপাধ্যায় , কে হলেন তৃনমূল কংগ্রেসের নতুন যুব সভাপতি

গত বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে তৃনমূল পার্থী ছিলেন সায়নী ঘোষ। নির্বাচনে পরাজিত হলেও সায়নী নির্বাচনী প্রচারে যথেষ্ট পরিশ্রম করেছিলেন। তরুণ মুখ হিসাবে দলের কর্মীদের মনে যথেষ্ট দাগ কেটেছিল সায়নী। তাই কঠোর পরিশ্রমের পুরষ্কার মিলছিল হাতে নাতে।

শুধু সায়নীই নন এ দিন তৃণমূলের সাংগঠনিক রদবদল ঘোষণায় যুব-মুখকেই গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও চাইছেন তরুণরা উঠে আসুক , দায়িত্ব সামলাক।

ঘোষণায় একই ভাবে দলের গুরুত্বপূর্ন দায়িত্বভার পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তীরাও। তৃনমূল তরফে রাজ চক্রবর্তী কে তৃণমূলের কালচারাল প্রেসিডেন্ট মনোনীত করা হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেয়েছেন আইটিটিইউসি-র রাজ্য সভাপতির পদ । সব মিলিয়ে আজ মোটামুটি তৃনমূলের ৯টি সাংগঠনিক পদে রদবদল হয়েছে। এই দায়িত্বভার বণ্টন স্পষ্ট করে দেখিয়েছে দল ও প্রশাসনকে আলাদা করার চেষ্টা করা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

এখানে স্কুল বন্ধ হলেই অনেক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে! ঠেকাতে প্রসাশন নিচ্ছে এই ব্যবস্থা

News Desk

‘হোটেলে আসো’, চিনতে না পেরে ফেসবুকে নিজের স্ত্রীকেই নোংরা প্রস্তাব দিলেন পুলিশ কর্মী

News Desk

আচমকাই পেছন থেকে বাইকে এসে মোবাইল ছিনতাই! দমে না গিয়ে যা করলেন দুই ছাত্রী…

News Desk