নতুন করে করোনা (Covid-19) আক্রান্ত ৩,৬২,৭২৭ জন দেশে গত ২৪ ঘণ্টায় । অন্যদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩,৫২,১৮১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯৭ লক্ষেরও বেশি মানুষ করোনাকে হারিয়ে ।
একদিনে করোনায় ৪,১২০ জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে দেশে ৪ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন টানা ২ দিন পর পর ।
বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭,১০,৫২৫ দেশে । সুস্থতার হারে বিশেষ হেরফের হচ্ছে না সংক্রমণের বিশাল সংখ্যার কারণে ।
একদিনে করোনা আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জন পশ্চিমবঙ্গে । এদিকে রাজ্যে নয়া রেকর্ড হয়েছে মৃত্যুর নিরিখেও । গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ১৩৫ জন করোনা আক্রান্ত হয়ে । সংক্রমিতের সংখ্যা প্রতি দিন বাড়তে থাকায় তার মোট হার ৯.৪৩ শতাংশ বেড়ে হয়েছে । যা সর্বাধিক এখনও পর্যন্ত ।
টিকাকরণ এবং কোভিড টেস্টকেই পাখির চোখ করেছে প্রশাসন সংক্রমণ রুখতে । গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১১ হাজার ১৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী । মোট টিকাকরণ হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৪৬ হাজার ৪৮৭ জনের এখনও পর্যন্ত। সেই সঙ্গে ৬৯ হাজার ৮৭৪টি কোভিড টেস্ট হয়েছে । দৈনিক সংক্রমণের হার আগের থেকে ২৮.৮২ শতাংশ বেড়ে হয়েছে ।
গত ২ দিন করোনার গ্রাফ পর পর নিম্নমুখী হয়েছে । করোনা সংক্রমণ হ্রাস পাবে মে মাসের প্রথম সপ্তাহের পর বলে জানিয়েছিলেন আইআইটি-র গবেষকদের একাংশ। এবার সকলে সেই পূর্বাভাস যাতে সত্যি প্রমাণিত হয়, সেদিকেই তাকিয়ে । যদিও সংক্রমণ হ্রাসের কোনও লক্ষণ নেই দেশজুড়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহেও।