Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং স্বাস্থ্য

প্রথম প্রাণ কেড়ে নিল করোনার ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট! ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণও

করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হয় পৃথিবীর ৩৮টি দেশে ছড়িয়ে পড়লেও এতদিন এই ভাইরাসে সংক্রমিত হয় কারো মৃত্যুর খবর ছিল না। উদ্বেগ বাড়িয়ে এবার সামনে এল সেই খবরও। ওমিক্রনের আক্রান্ত হয়ে পৃথিবীতে প্রথম প্রাণহানির খবর এল ইংল্যান্ড (United Kingdom) থেকে। করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার এই বিষয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন (PM Boris Johnson) নিজেই জানালেন।

ওমিক্রনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, বহু বার স্পাইক প্রোটিনে পরিবর্তন, মিউটেশনে বোঝা যাচ্ছে, আগামী সময়ে প্রায় ২ বছর ধরে চলা করোনা অতিমারীতে বিশাল প্রভাব ফেলতে পারে এই স্ট্রেনটি। যে কোনও ধরনের ঢিলেমি বড় মাত্রায় প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে। এই বিষয়ে এই স্ট্রেন এর সামনে আসার সময় থেকেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই ব্রিটেন থেকে এলো ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর।

এই ঘটনা প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ” ব্রিটেনে করোনা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা যে একজন করোনা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হয়েছে। ভাইরাসের এই ভ্যারিয়েন্ট খুব একটা মারাত্মক নয় এমন ধারণার বশবর্তী হয়ে চলা তাই ঠিক নয়। যে স্থানে জনসংখ্যা বেশি সেখানেই সংক্রমণ ঘটাতে পারে করোনা। তাই এই পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব করোনা বুস্টার ডোজ নিয়ে নিতে হবে।” এর পাশাপাশি আরও জানিয়েছেন, লন্ডনে মোট করোনা আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এবং ডিসেম্বর মাসের মধ্যেই ইংল্যান্ডের সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ হবে।

এই স্ট্রেনটির হদিশ প্রথম মেলে দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানায়। সময় যত এগোচ্ছে বিশ্বে চিন্তা বাড়িয়েছে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন। এখনও পর্যন্ত ৩৮ দেশে ছড়িয়ে পড়েছে এই সংক্রমক প্রজাতি৷ নভেম্বর মাসে ওমিক্রনের প্রথম সন্ধান পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে বিভিন্ন দেশ। কিন্তু তাও আটকানো যায়নি এর সংক্রমণ কে। পাশাপাশি ভারতেও ক্রমশই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও অবধি ৩৮ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকায় এই প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন

দক্ষিণ আফ্রিকার (South Africa) ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওমিক্রণ ভাইরাসটি আদৌ মারণ হয়ে উঠতে পারে কি না তাই নিয়ে সন্দেহের অবকাশ থাকলেও ইংল্যান্ডের ঘটনা নিশ্চিত ভাবে চিন্তা বাড়াবে।

Related posts

মাধ্যমিকে ফেল করলে মিলবে বিনামূল্যে বিরিয়ানি, হোটেলে থাকার সুযোগ!

News Desk

রাতে নাতনি কে প্রেমিকের সঙ্গে চরম আপত্তিকর অবস্থায় খুজেঁ পেল ঠাকুমা! ফল হল ভয়ঙ্কর

News Desk

যেখানেই কাজে যেত সেখানেই পরিচয়ে বিয়ে! ২৪ জন তরুণীকে বিয়ে করে অবশেষে…

News Desk