Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দৈনিক সংক্রমণ কমলেও এক লাফে ৩৫০-র গণ্ডি পার করল ওমিক্রন! তৃতীয় ঢেউ আসন্ন?

দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিচের দিকে নামলেও আতঙ্ক সৃষ্টি করছে করোনা নতুন প্রজাতি ওমিক্রন৷ কালকের তুলনায় দেখলে আজকে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই নিচে নেমেছে৷ সেটি সস্তিতে রাখলেও দুশ্চিন্তায় রাখছে একবারে অনেকটা বেড়ে যাওয়া দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷ ইতিমধ্যেই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫০-র গণ্ডি পার করেছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৫০ জন৷ আগের দিনের থেকে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮৫০ কম৷ এই নিয়ে ভারতে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে দাড়াল ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬ জনে৷

দক্ষিন আফ্রিকায় নভেম্বরের শেষ দিকে প্রথম সনাক্ত হয়েছিল করোনা ভাইরাসের অতি সংক্রামক এই প্রজাতি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সারা পৃথিবীতে এক প্রকার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যেখানে একদিন আগেই স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল ভারতে ওমিক্রন আক্রান্ত ২৩৬ জন৷ তার পরের ২৪ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা ৩৫০ এর গন্ডি পার করে পৌঁছে যায় ৩৫৮-এ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫৮ জন৷ তার আগের দিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন। এখনও পর্যন্ত দেশে মারণ ভাইরাসে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে৷

এদিকে মহারাষ্ট্রে নতুন করে আরো ২৩ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে৷ এর মধ্যে মুম্বইতে ৫ জন এবং পুণেতে ১৩ জন এই নতুন স্ট্রেনে আক্রান্ত৷ এর ফলে গোটা মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ তে৷ অপরদিকে রাজধানী দিল্লিতেও হুহু করে বাড়ছে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় দিল্লীতে নতুন করে কোনও ওমিক্রন আক্রান্তের সন্ধান না মিললেও সেখানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৬৪৷ তারপরেই তালিকায় আছে তেলাঙ্গানা এবং কর্ণাটক। নতুন করে ওমিক্রন আক্রান্ত খুজেঁ পাওয়া গেছে অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হানা দিয়েছে ওমিক্রন। যাকে ঘিরে নতুন বছরের শুরুতেই করোনা তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে সাধারন মানুষ।

Related posts

বাড়ির লোক সম্পর্ক মানছে না! উদ্যোগী হয়ে বিয়ে দিল পুলিশ, থানাতেই বসলো বিয়ের আসর

News Desk

কেন স্ত্রী ফেসবুকে এত ব্যাস্ত! চূড়ান্ত আকার নিল দাম্পত্য কলহ! পরিনতি মর্মান্তিক

News Desk

প্রতিবেশী নাবালিকা মেয়েকে অছিলায় ডেকে পাঠিয়ে ধর্ষণ করালো মহিলা! ঘটনায় স্তম্ভিত সকলে

News Desk