Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মা হয়েই নতুন লুকে ছবি পোস্ট নুসরতের, এমনকি পোস্টে সন্তানের বাবার উল্লেখ!

নুসরত জাহান কি ক্রমশঃ তাঁর সদ্যোজাত সন্তানের বাবার পরিচয় সামনে আনতে চাইছেন? সাম্প্রতিক করা একটি ইনস্টাগ্রাম পোস্টে তারই ইঙ্গিত স্পষ্ট। সদ্য মা হওয়া সাংসদ-অভিনেত্রী নতুন ছবি পোস্ট করলেন। মেকআপ বিহীন, এলোমেলো চুল। নুসরতের চোখে মুখে মাতৃত্বের আনন্দ সুস্পষ্ট।

ছবির ক্যাপশনে লেখা, ‘যাদের কাছ থেকে পরামর্শ নেবে না, তাদের কাছ থেকে কোনো সমালোচনাও শুনো না।’ হ্যাশট্যাগে লেখা, ‘নতুন রোল’ ‘নতুন মায়ের জীবন’, ‘নতুন মা’। তারই নীচে ছবির ফটোগ্রাফার হিসেবে উল্লেখ করলেন সন্তানের বাবার কথা। ফটো কার্টেসি তে লিখলেন ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে ‘মাম্মি’ এবং চিত্র গ্রাহকের নামের জায়গায় ‘ড্যাডি’ উল্লেখ দেখেই স্পষ্ট যে তিনি সন্তানের বাবার কথাই বললেন। কিন্তু নাম অবশ্য সরাসরি বললেন না।

ট্রোল সমালোচনা ইত্যাদি প্রায় সব সময়ই ঘিরে থাকে অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan) কে। বরং সমালোচকদের কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ করে যাওয়াতেই বিশ্বাসী তিনি। এর প্রমাণ আগেও অনেকবার পাওয়া গিয়েছে। তার টিকটক ভিডিও পোস্ট করা নিয়ে নেটিজনরা ট্রোল করলে নুসরত উত্তর দিয়েছিলেন ট্রোল হলে হবে, টিকটকে ভিডিও করা তিনি বন্ধ করবেন না। যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে সম্পর্ক নিয়ে লোকে যাই বলুক এই নিয়ে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করেননি নুসরাত।

আগেও শোনা গিয়েছিল ছেলে ঈশানকে নিজের পরিচয়েই তিনি বড় করতে চান। তার পিতৃপরিচয় কি সেই বিষয়ে কিছু বলার প্রয়োজন এখনই আছে বলে মনে করছেন না তিনি। তবে নুসরতের সম্প্রতি করা একটি পোস্ট দেখে অন‍্য ইঙ্গিত খুঁজছেন নেটিজেনরা। ঈশানকে নিয়ে বাড়ি ফেরার পর এটা অভিনেত্রীর দ্বিতীয় সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট। সাদা কালো স্ট্রাইপ টপ, ঢেউ খেলানো এলোমেলো চুলে ক্যামেরায় ধরা দিয়েছেন নুসরত।

Related posts

সকালে ঘুম ভাঙতেই গৃহস্থের বাড়ির উঠোনে হরহিম করা দৃশ্য! কি দেখলেন সকলে

News Desk

পবিত্র গাছের নিচে দাড়িয়ে নগ্ন অবস্থায় ছবি! রাশিয়ান স্বামী স্ত্রীকে নির্বাসন দিল প্রশাসন

News Desk

করোনা মহামারী শুরু হওয়ার প্রায় ২ বছর পর বড়সড় পতন দেশের কোভিড গ্রাফে!

News Desk