Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মন্দিরে বিয়ে! এরপর হঠাৎই ভয়ঙ্কর পদক্ষেপ!

প্রতিবেশী বিবাহিত মহিলা কে দিয়েছিলেন প্রেমের প্রতিশ্রুতি। তাঁকে সুন্দর এক স্বপ্নময় ভবিষ্যতের কল্পনাও করাতে শুরু করেন সেই ব্যাক্তি। এইভাবেই নিজের প্রেমের জালে আটকে দেন ওই বিবাহিত নারীকে। মহিলা চাপাচাপি করলে ওই মহিলাকে মন্দিরে বিয়ে করেন। কিন্তু গার্লফ্রেন্ড থেকে বউ হওয়া ওই নারী যখন ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার জেদ ধরলেন, তখনই এমন কাণ্ড ঘটালেন তাঁর স্বামী, যা শুনে সবাই অবাক।

অবৈধ সম্পর্ক থেকে শুরু করে বিয়ে পর্যন্ত এই ঘটনাটি ঘটেছে পাটনা জেলার বার মহকুমার বুধনিচক গ্রামে। যেখানে থাকতেন নীরজ নামের এক যুবক। সে তার এক প্রতিবেশীর বাড়িতে প্রায়ই যেতেন। সেই বাড়িতে এক বিবাহিত মহিলা একাই থাকতেন। তার স্বামী নাসিকে থাকতেন। ওই মহিলার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন নীরজ। জানা যায় স্বামীর অনুপস্থিতিতে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুজনেই দুজনের প্রেমে পড়েন। এতোটাই যে তারা একসাথে বাঁচার এবং মরার শপথ নিতে শুরু করে।

নীরজ তার বিবাহিত প্রতিবেশীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। দুজনে প্রায়ই একসঙ্গে রাত কাটাতেন। এর মধ্যেই দুজনকে নিয়ে চারিদিকে কানাঘুষা শুরু হয়। চুতুর্দিকে তাদের নিয়ে কথা উঠলে পরিস্থিতি দেখে নীরজ ওই বিবাহিত মহিলাকে মন্দিরে বিয়ে করেন। ওই নারীর বোন জানান, বিয়ের পর দুজনেই একসঙ্গে থাকতেন। কিন্তু মঙ্গলবার গভীর রাতে নীরজ সেই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করে।

নিহতের বোনের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত যুবক নীরজ তার দিদিকে লিভ-ইনে অন্য জায়গায় রাখতে চেয়েছিল। কিন্তু তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে প্রস্তুত ছিলেন না। এমন সময় ওই মহিলা নীরজের বাড়িতে যাওয়ার জেদ ধরে রেখেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে নীরজ তার ধৈর্য হারিয়ে ফেলে। নীরজ যে মহিলাকে খুব ভালবাসত বলে একসময় দাবি করেছিল সে সেই মহিলাকেই শ্বাসরোধ করে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠায়। নিহতের বোন জানায়, প্রায় কুড়ি বছর আগে তার বোনের বিয়ে হয়। তবে তার স্বামী নাসিকে থাকতেন। স্ত্রী ও নীরজের অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এবং তিনি আলাদা থাকতে শুরু করেন। পুলিশ এখন অভিযুক্তকে খুঁজছে। যে অপরাধ করে পালিয়ে গেছে।

Related posts

ক্রিসমাস মানেই সান্তা ক্লজ! বাস্তবে কি সান্তা ক্লজ রয়েছে? জানুন এর নেপথ্যের অজানা কাহিনী

News Desk

২৭ বছরে একদিনও ছুটি নেননি কর্মচারী! বিনিময়ে যে উপহার দিল কোম্পানি ভাবা যায় না

News Desk

২৪ নভেম্বর: সচিন তেন্ডুলকরের প্রথম অর্ধশতরান, ইত্যাদি উল্লেখযোগ্য ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk