Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাঝরাতে হাসপাতালে একের পর এক রোগীকে খুবলে নিচ্ছে কুকুর। ভেসে এল আর্ত চিৎকার

গত শনিবার দিন রাতের ঘটনা। আচমকায় প্যাভলভ হাসপাতালের (Pavlov Hospital) থেকে প্রচন্ড চেঁচামেচি আর কান্নার আওয়াজ পাওয়া গেলো! কিন্তু কি হয়েছে এমন? উত্তর পাওয়া গেলো সেই ভয়ঙ্কর চিৎকার আর কান্নার আওয়াজের। আর যা জানা গেলো তাতে আপনারও ভয় হওয়াটা খুব স্বাভাবিক।

হাসপাতালের পক্ষ থেকে যা জানা গিয়েছে, তা হলো গত শনিবার রাতে মহিলা ওয়ার্ডের দরজা খোলাই ছিল পাভলভ হাসপাতালের। একটি পাগলা কুকুর সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ে। সে একের পর এক রোগীদের ওপর ভয়ঙ্কর আক্রমণ করতে শুরু করে ।

কুকুরটি একের পর এক মানসিক রোগীকে খুবলে, কামড়ে দিল। স্বাস্থ্যকর্মীরা রোগিণীদের চিৎকারে ছুটে এলেন। এমনিও কুকুরটিকে তাড়ানো যায়নি। কুকুরটিকে সেই হাসপাতালেই পিটিয়ে মারা হল। এদিকে গুরুতর আহত হলেন ৮ রোগিণী কুকুরের কামড়-আঁচড়ে। ঘটনায় হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়াল।

জানা গিয়েছে, পাভলভ মহিলা ওয়ার্ডের গেট খোলা পড়ে ছিল চতুর্থীর দিন সারারাত ধরে। পাভলভ মানসিক হাসপাতালে সেই গেট দিয়ে ঢুকে পড়ে একটি পাগলা কুকুর। তার পর একের পর এক মানসিক রোগিণীকে সে কামড়ে ক্ষতবিক্ষত করতে শুরু করে। কর্মীরা ওই ওয়ার্ডে ছুটে যান রোগীদের আ়র্ত চিৎকারে। কিন্তু তাড়ানো যায়নি কুকুরটিকে। কুকুরটিকে তাড়াতে না পেরে একটি ঘরের ভিতর আটকে কুকুরটিকে পিটিয়ে মারেন হাসপাতালের কর্মীরা তার হিংস্র আক্রমণ থেকে বাঁচতে। ঘটনার জেরে হাসপাতালের ভিতরে রীতিমতো হুলুস্থুল পড়ে যায়।

এদিকে চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে কুকুরের কামড়ে গুরুতর আহতদের, এমনটাই পাভলভ কর্তৃপক্ষ সূত্রে খবর। তবে অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের একাংশ গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। প্রায় তিনশোর কাছাকাছি মানসিক অবসাদগ্রস্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা ওয়ার্ডে। নিরাপত্তা কর্মীদের থাকার কথা ওয়ার্ডের গেট সবসময় বন্ধ রাখার পাশাপাশি।

প্রশ্ন উঠছে, মধ্যরাতে সেখানে কেন এবং কীভাবে মহিলা ওয়ার্ডের গেট খোলা ছিল? এটা কি এভাবেই খোলা থাকে প্রতিদিন? সে সময় নিরাপত্তা কর্মীরা কোথায় ছিলেন? উত্তর মেলেনি এতগুলো প্রশ্নের। যখন প্যাভলভ হাসপাতাল এর সুপার শ্রী গণেশ প্রসাদের সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি বলেন, ‘মিটিংয়ে আছি। পরে কথা বলব।’

Related posts

বিরল রোগে মৃত্যুপথযাত্রী ২ বছরের শিশু, বাড়িতেই ল্যাবরেটরি গড়ে ওষুধ তৈরি করলেন বাবা

News Desk

ভয়ঙ্কর! মৃত্যুর পর ২০টি বিড়াল মিলে খেয়ে ফেলল মালকিনের অর্ধেক শরীর! তারপর..

News Desk

প্রচুর লোকসান ব্যবসায়ে! বাড়ী থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখলো ভয়াবহ দৃশ্য

News Desk