Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

দাম্পত্যের বিবাদের মাঝে ফের একসাথে দেখা দিল কাঞ্চন-পিঙ্কি! স্বামী-স্ত্রীর হিসাবে আবার একসঙ্গে?

দুজনের মধ্যের সব দূরত্ব কি তবে মিটে গেলো পুরোপুরি? কাঞ্চন – পিঙ্কির মান অভিমান পড়বো কি তবে সমাপ্ত হলো! সম্প্রতি এরকমই একটা ছবি সবার সামনে এল যাতে অনেকের মনেই সেই প্রশ্ন। যদিও এখনও জানা যায়নি ঠিক ভাবে। কিন্তু সম্প্রতি পর্দায় তা স্বাভাবিক হলো। দুজনে আবারো একসাথে কাজ করতে শুরু করলেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘বনি’ এই পুজোয় মুক্তি পাবে। স্বামী-স্ত্রীর ভূমিকায় সেখানেই কাঞ্চন ও বনিকে দেখা যাবে।

কিছুমাস আগেই কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) দাম্পত্য কলহ সবার সামনে আসে। পরকীয়ার অভিযোগ এনেছিলেন অভিনেতা পিঙ্কি বন্দ্যোপাধ্যায় স্বামী কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। কাঞ্চনের সহ অভিনেতা শ্রীময়ী চট্টোরাজের (Sreemoyee Chattoraj) দিকে তাঁর অভিযোগের তীর ছিল। তিনজনেই এরপর আচমকাই মুখে কুলুপ আঁটেন। আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা মিলল কাঞ্চন ও পিঙ্কিকে এই ঘটনার প্রায় তিন মাস পর।

ছবির কাহিনি অনুসারে , কোয়েল-পরমব্রত বাঙালি দম্পতি সব্যসাচী-প্রতিভা মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন। অন্য শিশুদের মতো নয় যাঁদের একমাত্র সন্তান। কিছু বিশেষত্ব রয়েছে তার। সে ‘বিস্ময়শিশু’ বৈজ্ঞানিক ব্যাখ্যায়। এক মধ্যবিত্ত কেরানির গল্প এই গল্পের সমান্তরাল ভাবে থাকবে। আদতে যিনি ছাপোষা মানুষ। কিন্তু ভাঙাচোরা জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করা তাঁর নেশা। চোরাবাজার থেকে একটি অকেজো যন্ত্রমানব কিনে আনেন তিনি সেই কাজ করতে গিয়েই। তার পর থেকেই রহস্য আরও ঘনীভূত হয়। বিধায়ক কাঞ্চন মল্লিককে এই কেরানির ভূমিকায় দেখা যাবে। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় পর্দায় (বাস্তব জীবনেও) তাঁর স্ত্রী। বনির প্রিমিয়ারে তাহলে কি আগামী ১০ অক্টোবর একসঙ্গে দেখা যাবে কাঞ্চন পিঙ্কিকে, তা সময়ের অপেক্ষা।

Related posts

সুযোগ পেতে শুতে হবে, হতে হবে ভিডিও কলে নগ্ন, কাস্টিং ডিরেক্টরকে কাঠগড়ায় তুললেন উরফি জাভেদ

News Desk

‘যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন চাহিদার থেকেই’, করিনার কাছে নিজের সম্পর্কের গোপন তথ্য ফাঁস করলেন নীনা গুপ্তা

News Desk

কোভিড বিধি ভেঙেছেন, এফআইআর (FIR) দায়ের দিশা পাটানি, টাইগার শ্রফের বিরুদ্ধে

News Desk