Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনার জেরে অসমাপ্ত আইপিএল-এর বাকি ম্যাচ কি আমিরশাহিতে? সিদ্ধান্ত বিসিসিআই এর

গত বছর করোনার হানায় সম্পূর্ন আইপিএলই হয়েছিল আমিরশাহীর মরুশহরে। এই বছর অর্ধ সমাপ্ত আইপিএল ২০২১ এর বাকি অংশ কি ফের সংযুক্ত আরব আমিরশাহী তে। বিসিসিআই এর বৈঠক শেষে এমনটাই মনে করা হচ্ছে।

করোনার জেরে অসমাপ্ত আইপিএল-এর বাকি ম্যাচ কি আমিরশাহিতে? সিদ্ধান্ত বিসিসিআই এর

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে খবর। বৈঠকের পরে সংবাদ সংস্থাকেও এ খবর জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল।

জানা যাচ্ছে ২০২১ এর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেই হবে এই অসমাপ্ত আইপিএলের ক্রিকেট প্রতিযোগিতা। বোর্ডের সমস্ত মেম্বারই সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) বাকি আইপিএল ম্যাচ করার পক্ষে রায় দিয়েছেন।

উল্লেখ্য ২০২১ এর আইপিএল টুর্নামেন্ট মাঝ পথে স্থগিত করে দিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পরিস্থিতি তৈরী হয় ভারতে। সুরক্ষিত জৈব বলয়ে টুর্নামেন্টটি আয়োজন করা হলেও একের পর এক দলের ক্রিকেটার করোনা ভাইরাসে সংক্রমিত হতে থাকে। যার জন্যে গত ৪ মে সম্পূর্ন না করেই বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। আইপিএলের বাদবাকি ৩১টি ম্যাচ যে এই বছর আর ভারতের করার যে সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কোন দেশে এই বাকি ৩১টি ম্যাচ আয়োজিত হবে, ইংল্যান্ড না সংযুক্ত আরব আমিরশাহিতে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শনিবার বোর্ড মিটিং শেষে সেই জল্পনার অবসান হল।

সূত্র অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর মাসে হওয়ার কথা হলেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় নি বোর্ডের তরফে। গত বছর আরব আমিরশাহিতে আইপিএল টুর্নামেন্ট করে তুমুল সাফল্য পেয়েছিল বিসিসিআই। ভারতীয় এবং বিদেশি সব ক্রিকেটারও সেই দেশের জৈব সুরক্ষা বলয় যে অনেক সুরক্ষিত এবং শক্তিশালী ছিল তাই নিয়ে সহমত প্রকাশ করেছিলেন। তাই ঝুঁকি না নিয়ে ফের আরবের মরুশহরে ফেরানো হচ্ছে আইপিএল।

Related posts

দুই মাসের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ থেকে মুক্তির দোরগোড়ায় ভারত!

News Desk

বডি তৈরী করতে নিষিদ্ধ ইনজেকশন নিয়ে নিল যুবক! পুরুষাঙ্গে দেখা দিল এসব সমস্যা

News Desk

মাকে অন্য ব্যাক্তির সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল শিশু! পরিণতি ভয়াবহ

News Desk