Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আর্থিক বৃদ্ধিতে বিশ্বে এগিয়ে ভারত, সামনে শুধু চিন!

ভারতীয়দের জন্যে বিশ্বব্যাঙ্ক সুখবর দিল ( World Bank)। অর্থনীতির নিরীখেউন্নতি করছে ভারত। সারা ভারতে চলা এই কোভিড অতিমারির দুর্দশার মাঝেই। সারা বিশ্বের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বড় অর্থনীতির দেশ হিসেবে, দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির (Economic Growth) প্রশ্নে এই আর্থিক বৃদ্ধি উল্লেখযোগ্য। যদিও চিন প্রথমে রয়েছে। ভারতের ৮.৩ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি হতে চলেছে, World Bank এর হিসাব অনুযায়ী, চলতি অর্থবর্ষে। সামান্য ব্যবধান মাত্র ০.২ শতাংশের এগিয়ে থাকা চিনের সঙ্গে। World Bank এর করা সমীক্ষা অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে, অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাব্য হিসাব ছিল ৫.৪ শতাংশ। যা ২.৯ শতাংশ কম বর্তমান হিসাবের চেয়ে। যদিও World Bank যে সমীক্ষা দিয়েছিল এই বছরের এপ্রিল মাসে, তাতে ১০.১ শতাংশ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা ছিল। যা প্রায় ১.৭% বেশি বর্তমান সমীক্ষার চেয়ে। তবে সব মিলিয়ে দেশ চালকের আসনে থাকবে Covid-19 পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতিতে — এমনটাই মনে করা হচ্ছে।

india achieve economic growth during covid

এদিন, ভূয়সী প্রশংসা করেছে World Bank নিজেদের রিপোর্টে ভারতের Covid পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতির। তাদের মতে, ভারতীয় অর্থনীতির ( Indian Economy) এর বৃদ্ধির সম্ভাব্য কারন হিসাবে- এই চারটি বিষয়কে ধরা যেতে পারে,যা হল উন্নত পরিকাঠামোয় বিনিয়োগ, সঠিক পরিকল্পনা, গ্রামীণ উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবায় উন্নতি। ভারতের পাশাপাশি ভূটান ও বাংলাদেশেরও দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি হতে চলেছে । দুই দেশেরই সম্ভাব্য ৫ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধির সংখ্যা । তবে পাকিস্তানের ভাঁড়ার শুন্য । তাদের সম্ভাব্য মাত্র ২ শতাংশ বৃদ্ধির পরিমাণ।

World Bank নিজের রিপোর্টে উল্লেখ করেছে ভারতের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়া ও বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধি নিয়েও । সঙ্গে সারা বিশ্বকে অর্থনৈতিকভাবে স্বাভাবিক জায়গায় আসতে এখনও ৮০ বছর লাগবে, Covid পরবর্তী দুনিয়ায় এ কথাও । এই অর্থবর্ষে ৫.৬% সম্ভাব্য বৃদ্ধির পরিমাণ । তবে এই সংখ্যায় আগামী অর্থবর্ষ থেকে খানিক ধাক্কা লাগতে চলেছে। আগামী অর্থবর্ষে ৪.৩% সম্ভাব্য অর্থনৈতিক বৃদ্ধি । ২০২৩ এ ৩.১ হল সার্বিক বৃদ্ধির সম্ভাবনা । দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে চলতি অর্থবর্ষে ৬.৮% এই বৃদ্ধির পরিমাণ।

তবে দেশের এতটা এগিয়ে থাকা দীর্ঘদিন পর অর্থনৈতিক বৃদ্ধির প্রশ্নে, খানিক আশার আলো যে জনমানসে আনবে, অর্থনীতিবিদদের একাংশ তা মানছেন। সম্প্রতি রেকর্ড সংকোচন হয়েছে দেশের GDP এর।দেশ রাজস্ব ঘাটতিতেও রেকর্ড করেছে ।

Related posts

তিন দিন ব্যাক্তির মৃতদেহ নিয়ে বসে স্ত্রী-মেয়ে, জানতে পেরে বোন এসে মারধর করলো ভাইজিকে

News Desk

নিজের বউকে বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিলেন খোদ স্বামী! যা লিখলেন নিজের পোস্টে

News Desk

আবারও ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, পাইলটের মৃত্যু

News Desk