Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বার বার কাজে যাওয়ার জন্য জোর করতেন স্ত্রী, রেগে গিয়ে কাচি নিয়ে হামলা স্বামীর, তারপর

যেকোনো দাম্পত্য সম্পর্কের অশান্তি হয়ে থাকে। তার কারণ ভিন্ন ভিন্ন হয়। কিন্তু যদি দেখা হয় কাজের কারণে অনেক সময় সংসারে অশান্তি হতে থাকে। কাজ এবং তা থেকে আসা টাকা এই নিয়ে সংসারের অশান্তি অনেক সময় হয়। এরকমই এক ব্যক্তির সাথে একই ঘটনা ঘটেছে।


সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন আর সেই কারণেই ওই ব্যক্তিকে বারবার কাজে যাওয়ার জন্য বলতে থাকতেন তার স্ত্রী ৷ আরেকটি বিরক্ত হয়ে পড়েন স্বামী আর তারপরই স্ত্রীকে কুপিয়ে খুন করে ফেলেন তিনি৷ তার পাশাপাশি নিজেও আত্মঘাতী হয়ে জীবন দিয়ে দেয়৷ মধ্যপ্রদেশের জব্বলপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷ এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে ঘটনাটি সম্প্রচারিত হয়েছে, বছর তিরিশের বিভোর শাহ কাছে গিয়ে তার স্ত্রীকে খুন করেছেন ৷ দেহ উদ্ধার করতে যাওয়ার সময় পুলিশ দেখেছে দেহের পাশে রক্তারক্তি অবস্থা৷ দম্পতির নিজের বাড়িতে তাদের এই রক্তাক্ত হয়ে থাকা দেহ উদ্ধার হয়৷

সূত্রের খবর এই মর্মান্তিক ঘটনা হওয়ার সময় ওই বাড়িতে ব্যক্তির মা এবং তার ভাই একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে ছিলেন৷ বাড়িতে ফিরে আসি হতবাক হয়ে যান তারা বিভোর এবং তার স্ত্রীকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন৷

আরও জানা গিয়েছে বিভিন্ন পেশায় গাড়িচালক ছিলেন এবং বহুদিন ধরেই তিনি কাজে যাচ্ছিলেন না। স্বামী কাজে না যাওয়ার কারণে খুব চিন্তিত হয়ে পড়েন স্ত্রী ৷ যদি স্বামী-সংসারের জন্য টাকা উপার্জন করে তার জন্য সব সময় স্বামীকে বোঝাতেন তাঁর স্ত্রী৷

কাজ নিয়ে বারংবার স্ত্রী বলতে থাকায় খুব বিরক্ত হয়ে যায় বিভোর ৷ অশান্তি শুরু হয় দুজনের মধ্যে ৷ তারপরই কাছে দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে দেয় বিভোর এবং নিজেও আত্মঘাতী হয়ে যায়।

Related posts

ওয়ার্ক ফর্ম হোমের জন্য চমকপ্রদ অফার এয়ারটেল ও বিএসএনএলের। জেনে নিন কি থাকছে প্ল্যানে

News Desk

দুয়ারে সরকার থেকে এবারে ‘দুয়ারে অক্সিজেন’, চেতলা অগ্রণী উদ্যোগী হল প্রাণবায়ুর সমস্যা মেটাতে

News Desk

গোপনাঙ্গে ২ মিটার লম্বা নাইলনের সুতো প্রবেশ করালেন এক ব্যক্তি! কারণ জানলে হুঁশ উড়ে যাবে

News Desk