নরবলি আবার হল? একবিংশ শতাব্দীতেও নরবলি হচ্ছে এটা ভাবতেও অবাক লাগে। মানুষকে কত কিছুই না দিয়েছে প্রযুক্তি আর বিজ্ঞান। বিজ্ঞানে ভারত অনেকটাই এগিয়ে গিয়েছে, সে মঙ্গল অভিযান হোক কিংবা বিশ্বের তাবড় তাবড় তথ্য প্রযুক্তি কোম্পানির মাথায় আছেন ভারতীয়রাই। এতটা এগিয়ে গেলেও আজও নরবলীর মতো ঘটনা ঘটছে ভারতে? এখন আগের মতো নরবলীর কথা শোনা যায়না তবে তেলেঙ্গানায় এই ঘটনা ঘটায় আবারো জল্পনা তুঙ্গে।
এক সদ্য কাটা নরমুণ্ড দেবীমূর্তির পাদদেশে লুটিয়ে রয়েছে! তেলেঙ্গানার (Telangana) নালগোন্দা মন্দিরে এমনই ভয়ংকর এক দৃশ্য দেখা গেল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি কেউ ওই ব্যক্তিকে খুন (Murder) করেছে মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর উদ্দেশে বলি দিতেই?
পুরোহিত প্রতিদিনকার মতই সোমবার সকালে মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো দিতে এসেই দেখেন যে মায়ের মূর্তির পায়ের কাছে এক কাটা নর মুণ্ড রয়েছে, যা দেখে আঁতকে ওঠেন পুরোহিত। আশেপাশের লোকজন জড়ো হয় মন্দির প্রাঙ্গণে ঘটনার কথা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই। স্থানীয় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। অনেকেই নরবলির কথা বললেও এই দৃশ্য দেখে সেই সম্ভাবনায় জল ঢেলেছে পুলিশ। সেই সম্ভাবনা পুলিশ প্রাথমিক ভাবে উড়িয়ে দিয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের অনুমান এই ঘটনার সঙ্গে কোন যোগাযোগ নেই নরবলির। মৃত ব্যক্তির নরমুণ্ড থেকে বোঝা যাচ্ছে বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে তার মাথা মন্দিরে ফেলে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে রক্তের কোনও দাগ মেলেনি মন্দির থেকে। এখনও মৃত ব্যাক্তির ধর মেলেনি। আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ মৃতদেহ উদ্ধারের জন্য। দেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টাও করছে।
আনন্দ রেড্ডি ডিএসপি দেভারাকোন্ডা জানিয়েছেন, পাঁচটি বিশেষ দল গঠন করা হয়েছে এই ঘটনার তদন্ত করতে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরটি খুব কাছে হায়দরাবাদ-নাগার্জুন সাগর হাইওয়ের। কীভাবে ওই এলাকায় খুনি বা খুনিরা হাজির হয়ে কাজ সমাধা করে চলে গেল তা পুলিশ খতিয়ে দেখছে। সেই কারণে যোগাযোগ করা হচ্ছে পার্শ্ববর্তী থানাগুলির সঙ্গেও। খুনের মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে।