Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কতঘণ্টা পরপর যৌন মিলনে আসে সর্বাধিক তৃপ্তি! জেনে নিন

সমস্ত পূর্ণবয়স্ক মানুষেরই থাকে কিছু না কিছু যৌন চাহিদা। দেহে উপস্থিত যৌন হরমোনের কারণে এটা হওয়াই স্বাভাবিক। কিন্তু জানেন কি শারীরিক ভাবে মিলিত হওয়ার পর তৃপ্তি অনেকগুলি জিনিসের উপর নির্ভর করত। যার মধ্যে একটি হচ্ছে কত সময় পর পর আপনি মিলিত হচ্ছেন। এই বিষয়ে সম্প্রতি এক গবেষণা চালিয়েছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শরীরবিদ্যা বিভাগ। সেই গবেষণাতেই উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। গবেষকেরা দেখেছেন ৪৮ ঘণ্টা পর পর কোনো দম্পতি বা কাপলের মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হলে, সবচেয়ে বেশি তৃপ্তি পান দুজনেই।

এই বিষয়ে সিদ্ধান্ত আসার জন্য ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির আধিকারিকরা
সম্প্রতি প্রায় ২১৪ জন নবদম্পতিকে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন। ইউনিভার্সিটির শরীরবিদ্যা বিভাগের গবেষক অ্যান্ড্রিয়া মল্টজার জানিয়েছেন ২১৪ জন দম্পতির দু’সপ্তাহের সেক্স বিষয়ক তথ্যাদি নথিভুক্ত করেই তিনি এই সিদ্ধান্তেই এসেছেন।

তবে মানুষ কতবার এবং কতক্ষণ পর পর যৌনমিলন করে তা প্রভাবিত করতে পারে অনেক কিছুই। সম্পর্কের অবস্থা, স্বাস্থ্য এবং বয়স সবই ভূমিকা পালন করতে পারে। যে দম্পতিরা তাদের সম্পর্কের প্রাথমিক অর্থাৎ “হানিমুন” পর্যায়ে রয়েছে তারা ঘন ঘনই যৌন সম্পর্ক স্থাপন করতে পারে। সম্পর্কের যত দিন এগোয় ততই যৌন মিলনের হার ধীর হতে পারে। অনেক সময় বহু দম্পতি নিজেদের কাজ বা শিশু পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তাদের সেক্সের জন্য আগের মতো হতে সময় নাও থাকতে পারে। যদি তাদের কোনও অসুস্থতা বা দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা বা ব্যথা থাকে, তবে তারা কম সেক্স করতে পারে।

এই বিষয়ে মনে রাখা উচিত প্রতিটি দম্পতি আলাদা। “সঠিক” যৌন মিলনের ফ্রিকোয়েন্সি এমন একটি জিনিস যা উভয় অংশীদারকে সন্তুষ্ট করে। তাই প্রত্যেক দম্পতিকে নিজের নিজের সময় অনুযায়ী আর শিডিউল অনুযায়ী সেক্স প্ল্যান করা গুরুত্বপূর্ণ।

Related posts

পরিবারের উপরে অভিমান! খিচুড়ি রেঁধে খেয়ে ঘরে আগুন লাগিয়ে দিলেন ব্যবসায়ী!

News Desk

উত্তরবঙ্গের বহুল প্রচলিত স্যানিটাইজার-গাছ? করোনা কে দূরে রাখতে এই গাছই ব্যবহৃত হচ্ছে

News Desk

শিয়ালদায় ধরা পড়ল ভুয়ো ট্রেন চালক, ৫ বছর ধরে চালাচ্ছিলেন ট্রেন

News Desk