Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিষমকামী মহিলারা যৌন ইচ্ছা জাগায় কিভাবে? সমীক্ষায় উঠে আসল অদ্ভুত তথ্য

একই ধরনের নয়। বিষমকামী মহিলাদের এক একটি পদ্ধতির মাধ্যমে যৌন ইচ্ছা জাগে। সম্প্রতি একটি গবেষণা থেকে জানতে পারা গেছে, মেয়েদের মধ্যে যৌন ইচ্ছা জাগাতে হলে কোনও এক ধরনের পদ্ধতি অবলম্বন করলে চলবে না। তাদের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতির কথা চিন্তা করতে হবে।

প্রথম পরীক্ষাতে দেখতে পাওয়া গেছে বিষমকামী মহিলারা কম দৈর্ঘ্যের পর্ণ ভিডিও দেখতে বেশি পচ। দ্বিতীয় পরীক্ষায় দেখা গেছে, তারা ছেলে-মেয়েদের যৌন কথোপকথন শুনতে খুবই ভালোবাসে। এই দুই পরীক্ষার মাধ্যমে দেখতে পাওয়া গেছে বিষমকামী মহিলারা এই দুই পদ্ধিতেই যৌনতার প্রতি খুব তাড়াতাড়ি সাড়া দিতে পারেন। যৌন ইচ্ছার প্রতি কেউ সাড়া দিচ্ছে কি না দিচ্ছে তা জানতে পারা যায়, ‘ভ্যাজাইনাল ফটোপ্লেথিসমোগ্রাফ’ নামক একটি মেশিনের মাধ্যমে।

এই দুই গবেষণার মাধ্যমে কুইন’স বিশ্ববিদ্যালয়ের সেক্সচুয়ালিটি এন্ড জেন্ডার ল্যাবরেটরি ডিপার্টমেন্টের গবেষক মেরেডিথ চিভারস একটি নতুন তথ্যের কথা জানতে পেরেছেন। সেটি হল যে সমস্ত মহিলারা নিজেদের ‘স্ট্রেট’ বলে দাবি করেন। এছাড়া ছেলেদের প্রতি বেশি আকর্ষণ অনুভব হয় যাঁদের, তারাই মেয়েদের প্রতিও ওই একই ধরনের আকর্ষণ অনুভব করেন।

প্রথম গবেষণা থেকে জানতে পারা গিয়েছিল, বিষমকামী মহিলাদেরও উভকামী এবং সমকামী মহিলাদের মত একই পদ্ধতিতে যৌন ইচ্ছা জাগে। কিন্তু এই পরীক্ষা থেকে জানতে পারা গেছে বিষমকামী মহিলাদের যৌন ইচ্ছা জাগার পদ্ধতি অন্য রকম হয়। তার ওপর আবার এক একজন মহিলার ইচ্ছা এক এক ধরনের পদ্ধতির ওপর নির্ভর করে থাকে।

Related posts

৫১ বছরের বিবাহিত ব্যাক্তির জিমে চলছিল পরকীয়া! প্রেমিকা এমনভাবে ফাঁসিয়ে দেয় যে…

News Desk

মেরে ফেলেও লাগাতার আদিবাসী কিশোরীকে ধর্ষণ! পাশবিক ঘটনা রাজস্থানে

News Desk

বিছে খেয়ে নিচ্ছে পাখি! প্রকৃতির অদ্ভুত খেয়ালে অভিনব খাদ্যশৃঙ্খল দেখা গেল এই দ্বীপে

News Desk