করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সঘোষিত ‘গডম্যান’ এবং ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim Singh)।
হরিয়ানায় বসবাসকারী এই বিতর্কিত ‘গডম্যান’ তার ডেরার দুই শিষ্যাকে ধর্ষণ ও এক সাংবাদিককে খুনের অপরাধে রোহতক জেলার সুনারিয়া কারাগারে কারাবন্দী ছিলেন। তার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার পরে গুরমিত রাম রহিম সিং কে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
সূত্র অনুযায়ী জানা গেছে কয়েকদিন ধরেই তিনি পেটের যন্ত্রণায় ভুগছিলেন। সুনারিয়ার জেল সুপারিনটেনডেন্ট সুনীল সাঙ্গওয়ান এই প্রসঙ্গে জানিয়েছেন, রোহতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (PGIMS) গুরমিত রাম রহিমের সব কটি মেডিক্যাল পরীক্ষা করানো যায়নি। পরে তাকে বাকি টেস্ট করানোর জন্য গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে এক বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয় বিতর্কিত এই ধর্মগুরু কে গুরুগ্রামের হাসপাতালে নিয়ে আসার জন্যে। সেখানেই তার করোনা টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে নাকি করোনা পরীক্ষা করাতে রাজি হচ্ছিলেন না গুরমিত রাম রহিম সিং। আপাতত সেই মেদান্তা হাসপাতালেই চিকিৎসা চলছে তার।
জেল সুপারিনটেনডেন্ট আরও জানিয়েছেন ওই কারানিবাসের অন্যান্য কয়েদিদেরও গুরুগ্রামের মেদান্তার হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত ২০১৭ সালের ২৫ শে আগস্ট থেকে খুন এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছিল এই সঘোষিত ‘গডম্যান’ রাম রহিম সিং – এর।