Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

টানা এক বছর ঘরে থাকবে না মশার উপদ্রব। এই উপায়ে মাত্র ৫ টাকা খরচ করে মিলবে মুক্তি

অনেক সময়ই বাড়িতে মশার উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে বর্ষার সময় জমা জলে মশা বেশি পরিমাণে জন্মায়। মশার কারণে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মত রোগ হয়। এছাড়াও মশা যদি খাদ্যদ্রব্যে বসে তা থেকেও পেটের অসুখ হতে পারে। মশার হাত থেকে বাঁচতে সবসময় দরজা-জানলা বন্ধ করে রাখা সম্ভব নয়। তাই মানুষ সহজ পন্থা হিসেবে মশা মারার ধূপ বা ইলেকট্রিক কয়েল ব্যবহার করেন।

কিন্তু এই ধরনের ধূপ বা ইলেকট্রিক কয়েল থেকে যে সমস্ত গ্যাস নির্গত হয় তা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। একটি সার্ভে থেকে জানা যায় মশা মারার ধুপ যদি এক ঘন্টা জ্বালিয়ে রাখা হয় তবে তা থেকে 140 টি সিগারেটের ধোঁয়া বের হয় যা মানুষের ফুসফুসে সরাসরি প্রবেশ করে। এই ধরনের ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, ত্বকের রোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে।

এইসব হয়তো অনেকেই জানেন তাই মশা মারার ধূপ বা ইলেকট্রিক কয়েল ব্যবহার করতে তারা পছন্দ করেন না। আজ আমরা এই প্রতিবেদনে অল্প খরচে এবং জৈবিক পদ্ধতিতে মশা তাড়ানোর উপায় বলবো। প্রথমেই জানিয়ে রাখি এর কোনো সাইড ইফেক্ট নেই অর্থাৎ এই প্রক্রিয়াটি আপনার শরীরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত করবে না। তাই নিশ্চিন্তে এই পন্থা অবলম্বন করতে পারেন আপনারা। এর জন্য খরচ হবে মাত্র কুড়ি টাকা প্রতিমাসে।

জেনে নিন- প্রথমে একটি মাটির প্রদীপে এক কোয়া রসুন বেটে রাখতে হবে। আপনারা চাইলে থেতেও দিতে পারেন। এরপর কিছুটা তেজপাতা গুঁড়ো ও সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো দিতে হবে। এরপর প্রদীপটিতে কিছুটা সরষের তেল দিতে হবে যাতে এই সমস্ত দ্রব্য প্রদীপটিতে নিমজ্জিত অবস্থায় থাকে। এই পর্যন্ত হয়ে গেলে একটি সলতে রাখতে হবে প্রদীপে। এবার আপনি যেখানকার মশা তাড়াতে চান সেখানে নিয়ে গিয়ে প্রদীপটি জ্বালিয়ে দেবেন। দেখবেন মুহুর্তের মধ্যে মশার উপদ্রব কমে যাবে। এই পদ্ধতিটি ব্যবহার করে কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের।

Related posts

আবারও সংক্রমনের ঘটনা চিনে, মানব শরীরে প্রথমবার মিলল বার্ড ফ্লুর H10N3 স্ট্রেন

News Desk

স্বাধীনতা দিবসে ভারতে কমল দৈনিক আক্রান্ত ও অ্যাকটিভ কেস, টিকাকরণ নিয়ে আশ্বাস প্রধানমন্ত্রীর

News Desk

জনসমক্ষে এলো ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবি! দেখুন বিয়ের সাজে কেমন লাগছে তাদের?

News Desk