তার নাম টাই সব,মিকা সিং (Mika Singh) এখন যেন সবার মুখে মুখে। আজকের জনপ্রিয় গায়ক মিকা সিং যে আমাদের বাংলারই ছেলে আজও অনেকেরই তা অজানা । এখন সকলের মুখে মুখে মিকা সিং এর গান। তার গানে গোটা বলিউড কাঁপছে।
তবে আজ সারা বলিউড ইন্ডাস্ট্রি যার গানে মুগ্ধ জানেন কি, আদতে তিনি পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বাসিন্দা? এই বঙ্গসন্তান নিজের আধিপত্য বিস্তার করেছেন দুর্গাপুর থেকে সোজা বলিউডে গিয়ে। সমগ্র বলিউডকে মাতিয়ে রেখেছেন নিজের সুরের জাদুতে। এই মুহূর্তে তিনি ভারতের প্রথম সারির গায়কদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। তবে দুর্গাপুর থেকে মুম্বাই পর্যন্ত খুব একটা সহজ ছিল না কিন্তু তার এই সফর।
মিকা সিংহের প্রকৃত নাম অমৃক সিংহ। বাড়িতে সবার আদরের মিকা কাছে অমৃক ছিলেন। পরে তিনি নিজের ম্যানেজারের পরামর্শে ডাক নামটাই বেছে নেন।
পশ্চিমবঙ্গের দুর্গাপুরে মিকার জন্ম। তারপর বাবা বিহারের পটনায় চলে যান কর্মসূত্রে। মা-ও পরে পরে থাকতে শুরু করেন পটনায় গিয়ে। সেখানেই মিকারা বড় হয়েছেন। চরম অর্থকষ্টে কেটেছে মিকার ছোটবেলা। তার পরিবারের ৬ সন্তানকে প্রতিপালন করার মতো যথেষ্ট সামর্থ ছিল না।মিকা সর্বকনিষ্ঠ ছিলেন ৬ ভাইয়ের মধ্যে ।
পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহী ছিলেন না মিকা ছোটবেলা থেকে। গানের প্রতিই তার আগ্রহ ছিল বেশি পড়াশোনার বদলে। পঞ্চম শ্রেণি অব্দি পড়েই গানের প্রতি মনোনিবেশ করেন তিনি পড়াশোনার পাট চুকিয়ে দিয়ে। তার বাবার থেকেই গান বাজনার প্রতি তার আগ্রহ এসেছে। বিশেষ প্রশিক্ষণ ছিল মিকার বাবার শাস্ত্রীয় সংগীতে। বাবা কীর্তন করতেন বিহারের পটনা সাহিব গুরুদ্বারে । তিনি তবলা বাজিয়ে বাবার সঙ্গে সঙ্গত করতেন ।
পরবর্তী সময়ে একটি ব্যান্ড তার দাদা খোলায় সেখান থেকে আগ্রহী হয়ে নিজেও একটি ব্যান্ড খোলেন মিকা সিং। গান গাইতেন নিজে গান লিখে। অবশেষে ১৯৯৮ সালে ‘শাওন মে লাগ গায়ি আগ’ তার গাওয়া গানটি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর তিনি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ২০০১ সালে ‘গাব্রু’ গানের মাধ্যমেও। তার পর থেকেই মিকা সিং আমাদের নতুন নতুন গান উপহার দিয়ে গেছেন একটার পর একটা। শুধু বলিউডেই নয়, বাংলার ছেলে অনেক গান গেয়েছেন টলিউডের জন্যেও । মিকা গান গেয়েছেন ‘পাগলু’, ‘পাগলু টু’, ‘খোকাবাবু’, ‘রংবাজ’, ‘খোকা ৪২০’, ‘হিরোগিরি’ মতো জনপ্রিয় বাংলা ছবিতে।